logo
Friday , 19 August 2022
  1. সকল নিউজ

‘শেখ হাসিনাকে ২৩ বার হত্যাচেষ্টা, খালেদা জিয়াকে একবারও নয়’

প্রতিবেদক
admin
August 19, 2022 9:42 am

ইতিহাসবিদ, সাহিত্যিক ও গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, ‘পৃথিবীতে একমাত্র বাংলাদেশে বলা হয়, স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি আছে। পৃথিবীর কোথাও কিন্তু এটি আর পাবেন না। তাহলে আমরা কী রাজনীতি করলাম। দেশের শতকরা ৩০ জন লোক যদি আজ পাকিস্তানের পক্ষে থাকে, তাহলে কাজটা কী হলো?’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ড. মুনতাসীর মামুন বলেন, ‘এদেশে শেখ হাসিনাকে ২৩ বার হত্যার চেষ্টা করা হয়েছে, খালেদা জিয়াকে একবারও নয়। যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগ যাই বলুক, আওয়ামী লীগ যাই করুক, আপনাকে বলতে হবে আমি ধর্মনিরপেক্ষতা মানি। আমি বৈষম্যহীন সমাজ না হলেও বৈষম্য কমানোর সমাজ চাই, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে যদি আপনি ধারণ করেন, আপনি বলবেন আমি গণতন্ত্র চাই। আওয়ামী লীগ না চাইলেও আদর্শ যারা মানবেন তারাই আওয়ামী লীগ করেন, তারাই বঙ্গবন্ধুকে ধারণ করেন। তারাই শেখ হাসিনাকে ধারণ করেন।’

মুনতাসীর মামুন আরও বলেন, ‘নির্বাচন যত ঘনিয়ে আসবে ষড়যন্ত্র ততই বাড়বে, হত্যার হুমকি আসবে। কিন্তু আপনারা যদি বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন, শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন, তাহলে আমি মনে করি আপনারা যার যার জায়গা থেকে দাঁড়িয়ে থাকবেন। কেউ আমাদের হঠাতে পারবে না, জয় আমাদের হবেই।’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক ও সব ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির বাংলাদেশ। সেই বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যেতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, সহ-সভাপতি আবুল মনসুর ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।

আলোচনা শেষে সদর উপজেলা আওয়ামী লীগের অর্থায়নে ১০টি হুইলচেয়ার, পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্নারে বঙ্গবন্ধুর আত্মজীবনীর বই, সেলাই মেশিন পাঁচটি ও জাতীয় শোক দিবসে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাঁতার প্রতিযোগিতায় ১২ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ হরা হয়।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

ডাচ্‌-বাংলা ব্যাংকের টাকা ছিনতাই: সোয়া ৯ কোটি টাকা উদ্ধার, আটক ৭

বিদেশে নতুন বাজার খুঁজে বের করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : বিএনপি নেতা চাঁদের নামে মামলা

যুক্তরাষ্ট্রের চাপে রূপপুরের সরঞ্জাম বাংলাদেশে পৌঁছাতে দেরি: রাশিয়া

‘উদারতা দেখে ভাববেন না এটা আমাদের দুর্বলতা’

পিএসএলের ধাক্কায় বিপিএলে আলো নেভার উপক্রম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে কাজে দেরি করে রাশিয়ার ঠিকাদার, জরিমানা গোনে বাংলাদেশ

যে আমাকে হত্যার চেষ্টা করেছে, তাকে করুণা ভিক্ষা দিয়েছি: প্রধানমন্ত্রী

দস্যু জীবন ছেড়ে প্রধানমন্ত্রীর দেওয়া ‘শান্তির নীড়ে’

বিনা অপরাধে কাউকে আটক করা হচ্ছে না : স্বরাষ্ট্রমন্ত্রী