logo
Sunday , 14 August 2022
  1. সকল নিউজ

১০ দিনেই এলো ৭৮০৪ কোটি টাকার রেমিট্যান্স

প্রতিবেদক
admin
August 14, 2022 9:54 am

দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ৮১ কোটি ৩০ লাখ (৮১৩ মিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ সাত হাজার ৮০৪ কোটি টাকা। চলমান ধারা অব্যাহত থাকলে মাসের শেষে প্রবাস আয়ের পরিমাণ ২৪৩ কোটি ডলার পর্যন্ত হতে পারে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সদ্যঃসমাপ্ত জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা ২০৯ কোটি ৬৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন।
স্থানীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার অনুযায়ী এ অর্থের পরিমাণ প্রায় ২০ হাজার কোটি টাকা। জুলাইয়ে তার আগের মাস জুনের চেয়ে প্রায় ২৬ কোটি ডলার বেশি এসেছে। জুন মাসে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৭২ লাখ ডলার।

সর্বশেষ - সকল নিউজ