logo
Wednesday , 10 August 2022
  1. সকল নিউজ

রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি, বিএনপিকে কাদের

প্রতিবেদক
admin
August 10, 2022 9:58 am

‘রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি’ বলে বিএনপিকে হুঁশিয়ার উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি। আমরা রাজপথে ছিলাম ও আছি। আসুন রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে। তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিমাণ হবে ভয়াবহ।’

সোমবার (৮ আগস্ট) বনানী কবরস্থানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদর শেষে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘তারা (বিএনপি) তো রাজপথে নতুন এসেছে। আমরা রাজপথের পুরনো লোক। রাজপথের সংগ্রাম আন্দোলন করেই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। রাজপথে সংগ্রাম আন্দোলন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ চতুর্থ বারের মতো ক্ষমতায় এসেছেন।’

বেগম ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘তিনি একজন আদর্শ নারীর রোল মডেল। তিনি কেবল বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না, ছিলেন সহযোদ্ধা, সহকর্মী। সংকটে সংগ্রামে বেগম মুজিবই ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা।’

তিনি বলেন, বেগম ফজিলাতুন নেছা মুজিব যদি সংকটে সংগ্রামে বিশ্বস্ত সহযাত্রী হিসেবে পাশে না থাকতেন, সংকটে তিনি পরিবার ও দলকে সামাল না দিতেন; তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবের বঙ্গবন্ধু হওয়া, জাতির পিতা হওয়া ছিল অনেক দূরের ব্যাপার। বেগম মুজিব সংকট সংগ্রামে পাশে ছিলেন বলেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন, বঙ্গবন্ধু জাতির পিতা হয়েছিলেন।

সর্বশেষ - সকল নিউজ