logo
Wednesday , 10 August 2022
  1. সকল নিউজ

হেলিকপ্টার দুর্ঘটনা: সিঙ্গাপুরে র‍্যাব কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক
admin
August 10, 2022 9:50 am

ঢাকার নবাবগঞ্জে হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত র‌্যাবের এয়ার উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইসমাইল হোসেনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৪৫ বছর।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইসমাইলের মৃত্যু হয় বলে মঙ্গলবার এক খুদেবার্তায় জানিয়েছে র‌্যাবের মিডিয়া উইং।

গত ২৭ জুলাই প্রশিক্ষণের সময় হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হন ইসমাইল। এতে মেরুদণ্ডে গুরুতর আঘাত পান তিনি।

দুর্ঘটনার পর ইসমাইলকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ৫ আগস্ট তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ আগস্ট তার মেরুদণ্ডের সফল অস্ত্রোপচার হয়।

অস্ত্রোপচারের পর অন্য শারীরিক জটিলতার কারণে ইসমাইলের অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

র‌্যাব কর্মকর্তা ইসমাইলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, আইজিপি বেনজীর আহমেদ, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ অনেকে।

সর্বশেষ - সকল নিউজ