logo
Tuesday , 26 July 2022
  1. সকল নিউজ

সঞ্চয়পত্রে ৫ লাখের বেশি বিনিয়োগ করলেই দিতে হবে আয়কর রিটার্ন

প্রতিবেদক
admin
July 26, 2022 9:25 am

এখন থেকে সঞ্চয়পত্রে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগ করতে হলে সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণাদি দেখাতে হবে। এ ছাড়া ডাকঘর সঞ্চয় ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এক সার্কুলার থেকে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক ‘বাণিজ্যিক ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র ও ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে ৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে অর্থ আইন, ২০২২ এর ৪৮ ধারা যথাযথ পরিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে।’

এ সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ৫ লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ অথবা ডাকঘর সঞ্চয় হিসাব (অ্যাকাউন্ট) খুলতে তার সর্বশেষ বছরের আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। আবার ব্যাংক হিসাবে ক্রেডিট ব্যালেন্স ১০ লাখ টাকা অতিক্রম করলে রিটার্ন জমার প্রমাণপত্র দিতে হবে ব্যাংকে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত