logo
Monday , 25 July 2022
  1. সকল নিউজ

জ্বালানি নিরাপত্তা ইস্যুতে জোর দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
July 25, 2022 9:19 am

ডি-৮ সম্মেলনে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ জোর দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

আগামী ২৭ জুলাই রাজধানী ঢাকায় বসছে ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। মূলত আটটি মুসলিম দেশের সংগঠনের আসন্ন সম্মেলন নিয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
ড. মোমেন বলেন, ডি-৮ সম্মেলনে সদস্যদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা করা হবে। আটটি রাষ্ট্রের মধ্যে ইন্ট্রা ট্রেড,অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) প্রাধান্য পাবে। বর্তমানে আলোচিত ইস্যু এনার্জি সেক্টর। সব সম্মেলনে এ নিয়ে আলোচনা হচ্ছে।স্বাভাবিকভাবেই সেখানে জ্বালানি নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে। এ খাতে কীভাবে উপকৃত হওয়া যায়, সেই চেষ্টা করা হবে। এনার্জি এখন হট টকিং। আমার মনে হয়, অন্যান্য রাষ্ট্রও এ নিয়ে আলোচনা করবে।

সম্মেলনে কৃষি ও খাদ্য নিরাপত্তার ওপরও জোর দেয়া হবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ও প্রাধান্য পাবে। জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। বর্তমানে এটি বৈশ্বিক ইস্যু। এছাড়া ক্লাইমেট রেজুলেশন্স, ট্যুরিজম সেক্টর নিয়ে আলোচনা করব আমরা।

ড. মোমেন বলেন, এবারের ডি-৮ সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এ সংগঠেল ২৫তম বছরপূর্তি এটি। এ উপলক্ষে সদস্যপদের জন্য আবেদন করেছে আজারবাইজান। দেশটিকে নেয়া বা না গ্রহণ করা নিয়ে আলোচনা হবে। ডি-৮ ইয়ুথ কাউন্সিল গঠনের বিষয়টিও উঠে আসবে।

সর্বশেষ - সকল নিউজ