logo
Friday , 22 July 2022
  1. সকল নিউজ

সরকারি কর্মকর্তাদের গাড়ির তেলের বরাদ্দ কমল

প্রতিবেদক
admin
July 22, 2022 7:21 am

বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয় কমাতে ২০২২-২৩ অর্থবছরের পরিচালন এবং উন্নয়ন বাজেট খাতে বরাদ্দ অর্থ সাশ্রয় ও হ্রাস করার নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থ বিভাগের (বাজেট অনুবিভাগ-১) উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের স্বাক্ষরিত একটি পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধন এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকল্পে ২০২২-২৩ অর্থবছরের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়াত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটখাতে বরাদ্দ অর্থ ব্যয়ে সাশ্রয় ও হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

‘সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রল, অয়েল ও লুব্রিকেন্ট, গ্যাস ও জ্বালানি খাতে বরাদ্দ অর্থের সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। বিদ্যুৎখাতে বরাদ্দ অর্থের ২৫ শতাংশ সাশ্রয় করতে হবে এবং এসব খাতের বরাদ্দ অর্থ অন্য কোনো খাতে পুনরায় উপযোজন করা যাবে না।’

অবিলম্বে এ পরিপত্র কার্যকর হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে।

জানা গেছে, বর্তমানে সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত গাড়ির জন্য এককালীন ঋণ পান। কর্মকর্তাদের গ্রেড ভেদে এ ঋণ সুবিধা দেওয়া হয়। তাদের জন্য জ্বালানি খরচ বাবদ মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা দেওয়া হয়। এর বেশি ব্যয় হলে ওই কর্মকর্তা নিজের পকেট থেকে দিতে হয়।যারা ঋণ নেন না, তারা পরিবহণ পুল থেকে সরকারি গাড়ি পান। সরকার তাদের জ্বালানি সরবরাহ করে থাকে। গাড়ি ব্যবহারে মাসিক ২১০ লিটার জ্বালানি তেল পান তারা।সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বরাদ্দ তেলের ৮০ শতাংশ ব্যবহার করতে পারবেন তারা।

সর্বশেষ - সকল নিউজ