logo
Friday , 8 July 2022
  1. সকল নিউজ

ঈদ উপলক্ষে আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার

প্রতিবেদক
admin
July 8, 2022 3:11 pm

ঈদ উপলক্ষে আবাসিক এলাকায় নিরাপত্তা জোরদার করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। প্রতিটি ভবনের নিরাপত্তাকর্মীদের সঙ্গে টহল পুলিশ কথা বলে তাদের সতর্ক করবে। শুক্রবার (৮ জুলাই) জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীবাসী পরিবারের সঙ্গে ঈদ করতে গ্রামে যাওয়ার সময় তাদের ফ্ল্যাট খালি রেখে যান। আমরা অনুরোধ করবো, আপনাদের নিজেদের স্বর্ণালংকার, নগদ টাকার নিরাপত্তা নিশ্চিত করে যাবেন। প্রয়োজনে ব্যাংকের লকারে রেখে যান।’

ব্যাংক, স্বর্ণের দোকান ও মার্কেটে নিরাপত্তা নিয়ে আগেভাগেই বেশ কয়েক দফা মিটিং হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, আমাদের অতীত অভিজ্ঞতা বলছে, ব্যাংক ও স্বর্ণের দোকানে নিরাপত্তাকর্মীদের যোগসাজশেই চুরির ঘটনা ঘটে থাকে। তাই ব্যাংক, স্বর্ণের দোকান এবং মার্কেটের নিরাপত্তায় যারা নিয়োজিত, তাদের ডাটাবেজ পুলিশ সংরক্ষণ করেছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত