logo
Monday , 16 May 2022
  1. সকল নিউজ

১১০ টাকায় সয়াবিন তেল বিক্রির ঘোষণা স্থগিত করল টিসিবি

প্রতিবেদক
admin
May 16, 2022 10:21 am

১১০ টাকা লিটার দরে আজ সোমবার থেকে সয়াবিন তেল বিক্রি শুরু করার কথা ছিল সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। একই সঙ্গে ন্যায্য মূল্যে চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি শুরুর কথা ছিল সংস্থাটির। কিন্তু গতকাল রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে সেই কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী মাস অর্থাৎ জুনে টিসিবি এই কার্যক্রম শুরু করবে বলে জানানো হয়েছে।

টিসিবি সূত্র জানায়, সুষ্ঠু বণ্টনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবীর বলেন, গত রমজানে এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে খাদ্যপণ্য দেওয়া হয়। এবার ঢাকা ও বরিশালকে যুক্ত করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়ার আওতা বাড়ানো হবে। এ কারণে সোমবার (আজ) থেকে পণ্য বিক্রি শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে।

টিসিবির ট্রাকে প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা ও ছোলা ৫০ টাকা কেজি দরে বিক্রি করার কথা ছিল। ভোক্তাপ্রতি সয়াবিন তেল দুই লিটার, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী বিক্রি পরিকল্পনা নেওয়া হয়েছিল।

টিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা (উত্তর ও দক্ষিণ) ও বরিশাল সিটি করপোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শেষ হলে শুধু এই কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - সকল নিউজ