logo
Thursday , 12 May 2022
  1. সকল নিউজ

চীনা ঋণের ফাঁদে নেই বাংলাদেশ: রাষ্ট্রদূত লি জিমিং

প্রতিবেদক
admin
May 12, 2022 9:26 am

বাংলাদেশ কোনো ধরনের চীনা ঋণের ফাঁদে নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিং।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

চীনের ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে বাংলাদেশ—এ নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের কাছ থেকে এ ধরনের বক্তব্য এলো।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ‘আমরা ঋণের ফাঁদ নিয়ে কথা বলেছি। অন্য দেশের বিষয়ে নয়। এখানে (বাংলাদেশে) কোনো ঋণের ফাঁদ নেই। বিশেষ করে চীনের কোনো ঋণের ফাঁদ যে এখানে নেই সেটি আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি।’

পরে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের সহযোগিতায় ত্রিপক্ষীয় উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে।

সৌজন্য সাক্ষাতের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে বলা হয়, রোহিঙ্গা প্রত্যাবাসন, বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা, অবকাঠামোগত উন্নয়ন সহযোগিতা এবং চীনে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের প্রত্যাবর্তনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

অপেশাদার সাংবাদিকতায় সৃষ্ট পরিস্থিতিতে প্রেস ক্লাবের উদ্বেগ

বাংলাদেশ কোনো সংকটময় পরিস্থিতিতে নেই: আইএমএফ

‘শেখ হাসিনা নিজের জন্য নয়, জনগণের জন্য কাজ করে যাচ্ছেন’

বাবুকে পাঠাতে গিয়ে বাবাকে ন্যূডস পাঠিয়ে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে শহীদ এর মেয়ে পারিসা খান !

নির্বাচনের আগেই চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলবে গাড়ি

দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে দুটি হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

জাতির জনকের উত্তরাধিকার হিসেবে তাঁর স্বপ্ন পূরণ করছেন শেখ হাসিনা: কাদের

কূপ খনন করতে গিয়ে আটকেপড়া শ্রমিককে ৯ ঘণ্টা পর জীবিত উদ্ধার

পূর্বাচলে নতুন ডিপ্লোমেটিক জোন হবে

জ্বালানি সংকটের আশঙ্কা, হাঙ্গেরিতে এনার্জি ইমার্জেন্সি