logo
Thursday , 21 April 2022
  1. সকল নিউজ

তারেক ও জোবায়দার মামলা প্রশ্নে রুল শুনানি ২৯ মে

প্রতিবেদক
admin
April 21, 2022 3:07 pm

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাব বিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে মামলা দায়ের ও এর প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী জোবায়দা রহমান ২০০৭ সালে পৃথক রিট করেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই বছরই নভেম্বরে হাইকোর্ট রুল দেন। এই রুলের ওপর শুনানির জন্য আগামী ২৯ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ বুধবার রুল শুনানির জন্য এই দিন ঠিক করেন।
বিজ্ঞাপন

আদালতে তারেক ও জোবায়দার পক্ষে আইনজীবী কায়সার কামাল, দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ওই মামলা দায়ের ও জরুরি বিধিতে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে তারেক রহমান ও জোবায়দা রহমান পৃথক রিট করেন। ২০০৭ সালে হাইকোর্ট রুল দেন। রুল শুনানির জন্য বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়। রুল শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। তবে রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী শুনানি করবেন উল্লেখ করে আইনজীবী কায়সার কামাল সময় চান। পরে আদালত ২৯ মে রুল শুনানির জন্য দিন ধার্য করেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও হিসাব বিবরণীতে সম্পদ গোপন করার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমানের বিরুদ্ধে কাফরুল থানায় ওই মামলা করে দুদক। এ মামলায় তাঁর স্ত্রী জোবায়দা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকেও আসামি করা হয়। মামলায় ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ করা হয়।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

জুনেই শুরু হচ্ছে পুরান রেল সেতু উন্নীতকরণ কাজ

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নদী চুক্তির সম্ভাবনা

বিএনপির সন্ত্রাসী কাণ্ডে পিটার হাস অংশীদার ছিলেন : শামসুদ্দিন চৌধুরী

বড় হামলার আশঙ্কা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম

আ’লীগ প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চায় না : কাদের

রোহিঙ্গা সংকট নিরসনে সৌদির অব্যাহত সমর্থন চায় বাংলাদেশ

যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করেছে তৃতীয় শীতলক্ষ্যা সেতু

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন : বিদেশি কূটনীতিকদের ওবায়দুল কাদের

‘রেমিট্যান্স বাড়াতে ব্যাংকগুলোকে আরও আন্তরিক হতে হবে’

যৌন নিপীড়নের অভিযোগে চবির ২ শিক্ষার্থী আজীবন বহিষ্কার