logo
Wednesday , 20 April 2022
  1. সকল নিউজ

অপরাজনীতি চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ: কাদের

প্রতিবেদক
admin
April 20, 2022 10:18 am

অপরাজনীতির চর্চার কারণে বিএনপির রাজনৈতিক ভবিষ্যত এখন প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ মন্তব্য করেন।

দেশে দম বন্ধ করা পরিবেশ বিরাজ করছে- মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশ ঠিকই আছে, আসলে দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে বিএনপির রাজনীতিতে।

দেশের মানুষ করোনা পরবর্তী সময়ে নিজেদের অবস্থান পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে কাজ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্থনীতিতে এখন ফিরে আসছে চাঙ্গা ভাব। বিএনপি আন্দোলন ও নির্বাচনে অব্যাহত ব্যর্থতায় এখন চোখে সর্ষে ফুল দেখছে।

তিনি বলেন, বিএনপির রাজনীতিই এখন স্বার্থ এবং ক্ষমতার দ্বন্দ্বে চক্রাবদ্ধ। এ পরিস্থিতি থেকে বের হতে গিয়ে নেতিবাচক রাজনীতির কারণে তারা এখন সমস্যার আরও গভীরে চলে যাচ্ছে। মূলত বিএনপিই এদেশে একমাত্র চিহ্নিত রাজনৈতিক অপশক্তি, তারাই ক্ষমতালোভি দল।

তিনি আরও বলেন, বিএনপিই মানুষের অধিকারহরণকারী এক ফ্যাসিবাদি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলো যখন তারা ক্ষমতায় ছিলো। গণতন্ত্র রক্ষার নামে তাদের যে মুখরোচক বক্তব্য তার আড়ালে উঁকি মারে ভোটারবিহীন নির্বাচন এবং কারফিউ গণতন্ত্র।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা রাতদিন সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, আর কথায় কথায় বলেন সরকার নাকি কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। যাদের অনিয়ম, লুটপাট তারা শেখ হাসিনা সরকারের কোনো ভালো কাজ সহ্য করবে না এটাই স্বাভাবিক।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বড়পুকুরিয়া খনিতে পুরোদমে কয়লা উৎপাদন শুরু

অগণতান্ত্রিক পথ খোঁজা বিএনপির পুরোনো অভ্যাস: ওবায়দুল কাদের

র‌্যাব রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে না: পররাষ্ট্রমন্ত্রী

নার্সিং পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কলেজের শিক্ষক, স্টাফ ও নার্সরা প্রশ্ন বিক্রি করতেন

বিএনপি ও জামায়াত চক্র সম্পর্কে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

বিএনপি নেতারা বেপরোয়া চালকের মতো হয়ে গেছেন

নতুন বছরে মানুষে-মানুষে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হোক: প্রধানমন্ত্রী

উত্তরে হাড় কাঁপানো শীত, সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর: সিসিটিভির ফুটেজ দেখে ২ মাদ্রাসাছাত্র আটক

বড় হামলার আশঙ্কা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম