logo
Monday , 21 June 2021
  1. সকল নিউজ

ওপেন হার্ট সার্জারির আগে সিদ্দিকী নাজমুলের আবেগঘন স্ট্যাটাস

প্রতিবেদক
admin
June 21, 2021 11:30 am

ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। বর্তমানে তিনি লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন নাজমুল। তিনি জানান, তার হার্টে ব্লক ধরা পড়েছে। ওপেন হার্ট সার্জারি করতে হবে। এ সময় তিনি সবার কাছে ক্ষমা চান। সেই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ করে নেত্রীর কানভারি করা হয়েছে বলেও জানান। তিনি লন্ডনে পরিশ্রম করছেন এবং কোনো দুনীতি করেননি বলে দাবি করেন।

তার স্ট্যাটাসটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-

‘সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন।

বাঁচবো কি না জানি না তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই।

আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনারে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি।

সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলি নাই।

বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়।

আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি।

আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোনো টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি, পদবানিজ্য কখনও করিনি।

লন্ডনে গায়ে খাটি। জীবনে যে কাজ করিনি তা করে জীবনযুদ্ধে লিপ্ত ছিলাম। কিন্তু আমার কপাল ভালো না।

কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে, অনেকগুলো ব্লক ধরা পড়েছে। ওপেন হার্ট সার্জারি করতে হবে। হয়তো বা আজকালের মধ্যেই করবে।

সরকারি হাসপাতালেই করবে। কারণ এইদেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না যে কোটি টাকার অপারেশন।

যদি মরে যাই, একটাই কষ্ট থাকবে। নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তো বা বড় কোনো ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারি করে রেখেছে। সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না। আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী, আপনাকে অনেক ভালোবাসি। ক্ষমা করে দিয়েন আমাকে।

সবাই ভালো থাকবেন। আপনাদের আর যন্ত্রণা দিবো না।

এস এন আলম
বার্থ হাসপাতাল (এনএইচএস)
লন্ডন
১৮-০৬-২১’

সর্বশেষ - সকল নিউজ