logo
Thursday , 4 March 2021
  1. সকল নিউজ

তারেকপন্থীদের ভূমিকায় হতাশ তৃণমূল

প্রতিবেদক
admin
March 4, 2021 11:09 am

নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের দীর্ঘ সময় অতিবাহিত হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরের শেষেই জামিনের মেয়াদ শেষ হবে তার। এই সময়ের মধ্যে জামিনের মেয়াদ না বাড়ালে আবারো জেলে যেতে হবে খালেদাকে। তবে জামিনের মেয়াদ বাড়ানো নিয়ে লুকোচুরি করায় দলটির হাইকমান্ডের ভূমিকায় হতাশ বিএনপির তৃণমূল নেতারা।

তাদের অভিযোগ, খালেদা জিয়ার জামিন বিষয়ে লুকোচুরি করছে দলের নীতি নির্ধারকরা। তাকে নিয়ে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে চায় তারেকপন্থী নেতাকর্মীরা। যার ফলে দলের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল নেতাকর্মীরা অনিশ্চয়তায় রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক তৃণমূল নেতা জানান, শুধুমাত্র ক্ষমতা নেয়ার জন্য খালেদা জিয়াকে রাজনীতিতে গুটি হিসেবে ব্যবহার করতে চান তারেকের পক্ষের নেতারা।

তাদের ধারণা, খালেদা জিয়া জেলে থাকলে বিএনপির জনসমর্থন বাড়বে। তাই খালেদা জিয়ার জামিন নিয়ে তেমন একটা আগ্রহ নেই তাদের।

এ বিষয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একজন সিনিয়র নেতা বলেন, বারবার দলীয়ভাবে চেষ্টা করেও ব্যর্থ হয়ে বেগম জিয়ার জামিনের বিষয়টি তার পরিবারের ওপর ছেড়ে দেয়া হয়েছে। তাই এ বিষয়ে তার পরিবারের সদস্যরাই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয় খালেদা জিয়াকে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি কারারুদ্ধ হন। দীর্ঘ ২৫ মাস কারাগারে থাকার পর চলতি বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে নির্বাহী আদেশে ৬ মাসের জামিনে মুক্ত হন খালেদা জিয়া।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

সবচেয়ে বড় পাওয়া দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো: প্রধানমন্ত্রী

শর্ত প্রত্যাহার করলে সুষ্ঠু নির্বাচন বিষয়ে বিএনপির সাথে সংলাপ হতে পারে : সেতুমন্ত্রী

ভোক্তা অধিকার একদিনের বেতন দিবে বঙ্গবাজারের ক্ষতিগ্রস্তদের

শেখ হাসিনা আজ বিশ্বের শোষিত মানুষের নেত্রী: শেখ পরশ

তিন বছরে আমেরিকায় বিনাবিচারে হত্যার শিকার ৩০৭৬: পররাষ্ট্রমন্ত্রী

হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসতে চায় না বিএনপি: ওবায়দুল কাদের

লক্ষ কোটি টাকায় নির্মিত যেসব অবকাঠামো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খেলা হবে, রাজপথসহ পাড়া মহল্লায়ও প্রস্তুত থাকতে হবে: কাদের

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনা যুক্তরাষ্ট্রের সঙ্গে বহিঃসমর্পণ চুক্তির তাগিদ বাংলাদেশের

যুক্তরাষ্ট্র বিএনপিকে ছেড়ে চলে গেছে: ওবায়দুল কাদের