logo
Monday , 15 February 2021
  1. সকল নিউজ

অদক্ষ নেতৃত্বে বিএনপির বিরোধ প্রকাশ্যে, নীরব হাইকমান্ড!

প্রতিবেদক
admin
February 15, 2021 10:23 am

নিউজ ডেস্ক:
মনোনয়ন বাণিজ্য, কমিটি বাণিজ্য ও অদক্ষ নেতৃত্বের কারণে বিভেদের জেরে এরইমধ্যে বিএনপিতে অনেক স্থানে বিরোধ প্রকাশ্যে চলে এসেছে। ঘটছে সংঘর্ষ ও রক্তারক্তির ঘটনাও। তবে এসব ঘটনায় এখনো নীরব বিএনপির হাইকমান্ড।

এমন পরিস্থিতিতে বিএনপির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নিশ্চিহ্ন হওয়ার সব লক্ষণ বিএনপির রাজনীতিতে দৃশ্যমান হচ্ছে। আগামীতে এ ধরনের সমস্যা আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা তাদের।

তারা বলছেন, দলীয় কোন্দল ও বিভক্তির রাশ টেনে ধরতে না পারলে বিএনপি সাংগঠনিকভাবে আরো দুর্বল হয়ে পড়বে। তখন কোন্দল মেটাতে গিয়ে জাতীয় রাজনীতিতে খেই হারিয়ে ফেলবে দলটি। এতে করে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়া ভেস্তে যেতে পারে এবং গণপদত্যাগের ঘটনা বেড়ে যাবে।

দলীয় সূত্রে জানা গেছে, একদিকে দলের মধ্যে হামলা-মামলা, অন্যদিকে নেতৃত্বের বিরোধের কারণে সংগঠনকে শক্তিশালী করা যাচ্ছে না। নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে অনেক নেতা-কর্মী দলীয় রাজনীতির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। অবশ্য দলীয় কোন্দলের পেছনে দলের কেন্দ্রীয় নেতাদের ইন্ধন আছে। ফলে হাইকমান্ড চাইলেও সহজে এ দ্বন্দ্ব নিরসন করতে পারছে না।

গোপন সূত্র বলছে, কমিটিতে বেশিরভাগ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে এমনকি মনোনয়নের ক্ষেত্রেও যোগ্য ও ত্যাগীদের মূল্যায়ন করা হয় না। শীর্ষ নেতাদের ম্যানেজ করে অযোগ্য ও সুবিধাবাদীরা কমিটিতে গুরুত্বপূর্ণ পদ দখল করছেন। এর ফলে দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। এতে বাড়ছে অভ্যন্তরীণ সংঘাত।

এ বিষয়ে দলের সিনিয়র এক নেতা বলেন, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরেও চলছে প্রকাশ্য কোন্দল। মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ আসনে এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয়ার পর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রার্থী ঘোষণার পরদিন ১০ অক্টোবর উত্তরায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলা চালায় মনোনয়ন বঞ্চিতরা। ওই ঘটনায় ১২ নেতাকে বহিষ্কার করা হয়, এরপরও থামেনি বিরোধ। জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল ও গুলশানে হামলাকারীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিদ্রোহীরা।

তিনি আরো বলেন, উপ-নির্বাচন নয়, আগামী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেও অনেক স্থানে মুখোমুখি অবস্থানে আছে একাধিক গ্রুপ। শুধু মনোনয়ন নয়, দল পুনর্গঠনকে কেন্দ্র করেও শুরু হয়েছে কোন্দল। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের জেলা ও উপজেলা কমিটি ঘোষণার পর প্রকাশ্যে বিদ্রোহ শুরু হয়েছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির ফল প্রকাশ আজ

আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হবে -কাতার ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রী

দেশের স্থিতিশীলতা নষ্টে বিএনপি-জামায়াত উসকানি দিচ্ছে : সেতুমন্ত্রী

ফ্ল্যাটে থেকে শিশুরা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

১ জুন থেকে সুন্দরবনে মাছ ধরা বন্ধ, ঢুকতে পারবে না পর্যটকও

পদ্মা সেতুসংলগ্ন ‘বঙ্গবন্ধু অপেরা হাউজ’ নির্মাণের পরিকল্পনা

বাজার পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একগুচ্ছ নির্দেশ জারি

বিএনপি অবরোধ ডেকে গর্তে ঢুকে গেছে : পানিসম্পদ উপমন্ত্রী

ভীতি ছড়িয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

শেখ হাসিনা হারলে অস্থিতিশীলতার মুখে পড়বে বাংলাদেশ: দ্য হিন্দু