logo
Monday , 11 January 2021
  1. সকল নিউজ

বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতেই জিয়াকে আবিষ্কার করেছিল পাকিস্তানি শক্তি

প্রতিবেদক
admin
January 11, 2021 1:27 pm

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, একাত্তরের প্রতিশোধের লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার জন্য সামরিক জান্তা জিয়াউর রহমানকে আবিষ্কার করে তাকে স্বাধীনতার ঘোষক বানানোর চেষ্টা করেছিল।

রোববার ঢাকার মেরুল বাড্ডায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কৃষক লীগ আয়োজিত ‘কৃষকদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাহাত্তরের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু তার স্বপ্নের স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন। পাকিস্তানি বন্ধিদশা থেকে বিজয়ীর বেশে ফিরে আসেন বাঙালির এই মহানায়ক। ঐতিহাসিক রেসকোর্স ময়দানে জাতি উদ্দেশে ভাষণ দেন। বাংলাদেশের আদর্শগত ভিত্তিক কী হবে? রাষ্ট্রের কাঠামো কী হবে? পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যারা দালালি করেছে-তাদের কী হবে? এসব বিষয়সহ বিভিন্ন দিকনিদের্শনা দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ৫০বছর আগে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। দেশের মানুষ মনে করে তার হাতে দেশ, দেশের সার্বভৌমত্ব ও জাতির সম্পদ নিরাপদ। বিভিন্ন ক্ষেত্রে পাশ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের চেয়ে র‌্যাংঙ্কিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনার দূরদর্শী চিন্তা ও সুশাসনের ফলে দেশের গ্রামগুলো শহরে রূপান্তরিত হয়েছে। দেশ থেকে মঙ্গা শব্দটি পালিয়ে গেছে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের পরিবর্তিত রূপ বিএনপি-জামায়াতসহ যারা মৌলবাদী ধর্মান্ধ, জঙ্গিবাদীর পৃষ্ঠপোষক, সেই অপশক্তিরা বসে নেই। তারা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা বিভিন্নভাবে অপকর্ম করছে।

সর্বশেষ - সকল নিউজ