logo
Thursday , 7 January 2021
  1. সকল নিউজ

টানা প্রধানমন্ত্রীত্বে শেখ হাসিনার ১ যুগ, উল্লেখযোগ্য কিছু দিক

প্রতিবেদক
admin
January 7, 2021 9:32 am

বিশেষ প্রতিবেদন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ১২ বছর দেশ পরিচালনা করছে। বাংলাদেশের রাজনৈতিক এবং সরকার পরিচালনার ইতিহাসে এটি এক অনন্য অর্জন। আওয়ামী লীগের এক যুগ দেশ পরিচালনার সাফল্যের কৃতিত্ব প্রায় পুরোটাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। তাঁর বিচক্ষণতা, দূরদর্শিতা এবং রাজনৈতিক প্রজ্ঞার কারণেই আওয়ামী লীগের এই অর্জন।

আওয়ামী লীগের এই সাফল্যের মূল নায়ক শেখ হাসিনা। এই এক যুগে শেখ হাসিনাও কিছু অসামান্য কৃতিত্ব অর্জন করেছেন। এর মধ্যে শেখ হাসিনার এক ডজন অ’সামান্য কীর্তি তুলে ধরা হলো:

১. উপমহাদেশে গণতান্ত্রিক পদ্ধতি সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী: এই উপমহাদেশে নির্বাচনের মাধ্যমে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রীত্বের কৃতিত্ব ছিলো শ্রীমতি ইন্দিরা গান্ধীর। তিনি ১৬ বছর প্রধানমন্ত্রী ছিলেন। শেখ হাসিনা সেই রেকর্ড ভে’ঙেছেন। প্রথম মেয়াদে ৫ বছর এবং এখনটানা ১২ বছর মিলিয়ে ১৭ বছর প্রধানমন্ত্রী থাকার এক অনন্য রেকর্ড গড়েছেন শেখ হাসিনা।

২. টানা জনপ্রিয়তার রেকর্ড: বাংলাদেশের রাজনীতিতে এই মুহুর্তে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি শেখ হাসিনা। জনপ্রিয়তায় তাঁর ধারে কাছেও কেউ নেই। দীর্ঘদিন ক্ষমতায় থেকেও বিপুল জনপ্রিয়তার বিস্ময়কর রেকর্ডটিও শেখ হাসিনার।

৩. সততার অনন্য নজির: ক্ষমতা এবং দুর্নীতি পাশাপাশি হাঁটে। দীর্ঘদিন ক্ষমতায় থাকলে দুর্নীতির অভিযোগ উঠে। এক্ষেত্রে অনন্য ব্যতিক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ১২ বছর মোট ১৭ বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করলেও তাঁর বিরু’দ্ধে দুর্নীতির কোন অভিযোগ নেই।

৪. নেতৃত্বে অটোমেটিক চয়েজ: এই মুহুুর্তে শেখ হাসিনার বিকল্প কেউ নেই, তাঁর সমকক্ষ তো নয়ই, কাছাকাছি মানেরও নেতা নেই। পুরো দেশ তাঁর দিকে তাকিয়ে, তাঁর ওপর নির্ভরশীল।

৫. সবচেয়ে পরিশ্রমী সরকারপ্রধান: শেখ হাসিনার সাফল্যের সবচেয়ে বড় কারণ হলো তাঁর পরিশ্রম। প্রতিদিন ১৮ থেকে ২০ ঘন্টা পরিশ্রম করেন এই রাষ্ট্রনায়ক। বাংলাদেশ তো বটেই, বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং কর্মঠ সরকার প্রধান হিসেবে তিনি স্বীকৃতি পেয়েছেন।

৬. সঠিক ও দ্রুততম সময়ে সিদ্ধান্ত গ্রহণ: সরকার পরিচালনা করতে গেলে একজন সরকারপ্রধানকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। একজন প্রধানমন্ত্রী বা সরকারপ্রধানের সব সিদ্ধান্ত সঠিক হয় না। ভুল ত্রু’টি মিলিয়েই মানুষ। গত ১২ বছরে শেখ হাসিনা ভুল সিদ্ধান্ত নিয়েছেন খুবই কম। করোনা মোকাবেলা থেকে একাত্তরের মানবতাবিরোরাধীদের বিচার, সবক্ষেত্রেই সঠিক সময়ে তাঁর সঠিক সিদ্ধান্ত প্রশংসিত হয়েছে।

৭. মানবিকতার অনন্য দৃষ্টান্ত: বিশ্বে এই মুহুুর্তে সবচেয়ে মানবিক প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা। তাঁকে বলা হয় ‘মাদার অব হিউম্যানিটি মানবিকতার এক অনন্য উদাহরণ শেখ হাসিনা।

৮. সহনশীলতার নতুন উপমা: গত এক যুগে শেখ হাসিনা নিজেকে একজন অসামান্য সহনশীল সরকার প্রধান এবং রাজনীতিবিদ হিসেবে উপস্থাপন করেছেন। দলের সহকর্মীদের ভুল, অ’নিয়ম, অ’যোগ্যতা যেমন তিনি ধৈর্য্য ধরে সহ্য করেছেন তেমনি প্রতিপক্ষের প্রতিও সহনশীলতার পরিচয় দিয়েছেন।

৯. ক্ষমাশীলতার প্রতীক: গত এক যুগে শেখ হাসিনা নিজেকে ক্ষমাশীলতার এক প্রতীক হিসেবে উপস্থাপন করেছেন। বিশেষ করে একদা তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়াকে যেভাবে নির্বাহী আদেশে তিনি মুক্তি দিয়েছেন তা রাজনৈতিক ইতিহাসে এক দৃষ্টান্ত।

১০. নীতির প্রশ্নে অটল: গত এক যুগে নীতির প্রশ্নে অটল ছিলেন শেখ হাসিনা। দুর্নীতি, অ’নিয়মকে প্রশ্রয় দেননি। দলের ভেতর দুর্নীতিবাজদের বিরু’দ্ধে কঠোর অবস্থান গ্রহণে কার্পন্য করেননি। এমনকি তাঁর নিকটাত্মীয়রাও অ’নিয়ম করে পার পাননি। আওয়ামী লীগে শুদ্ধি অভিযানে তার ঘনিষ্ঠজনরাও ধরা খেয়েছেন।

১১. একক কারও ওপর নির্ভর না করা: গত এক যুগে শেখ হাসিনা প্রমাণ করেছেন তিনি কারও ওপর নির্ভরশীল নন। ব্যক্তিগত স্টাফ থেকে মন্ত্রী সভা, অদল বদল করে বিভিন্ন মেয়াদে চমক দেখিয়েছেন। একারণে ১২ বছর ক্ষমতায় থাকলেও প্রধানমন্ত্রীকে ঘিরে সিন্ডিকেট গড়ে ওঠেনি।

১২. নিরহংকারী, বিনয়ী ও সদাহাস্যমুখ: শেখ হাসিনার একটি অনন্য দিক হলো অহংকার তাঁকে স্পর্শ করেনি। দীর্ঘ দিন ক্ষমতায় থাকার পরও তিনি একজন নিরহংকারী সাদামাটা মানুষ। বয়স্ক ও শিশুদের সাথে তাঁর আচরণে ফুটে ওঠে বিনয়, শ্রদ্ধা এবং স্নেহ। হাসিমুখে সারল্যের সাথে কথা বলেন। ফলে খুব দ্রুত তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারেন। রাজনীতিবিদ হিসেবে এসব গুণ তাঁকে করে তুলেছে অনন্য।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সর্বসম্মতিক্রমে প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে

রাজশাহীতে ১৩১৬ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রুপিতে লেনদেনের প্রথম দিনে ২৮ মিলিয়নের এলসি

পায়রা বন্দরে দেশের ইতিহাসের সবচেয়ে বেশী কয়লাবাহী জাহাজ

বিএনপি সমাবেশের নামে জনগণের ক্ষতি করলে উপযুক্ত জবাব দেব: বাহাউদ্দিন নাছিম

পশ্চিমাদের ‘অস্ত্র বোঝাই বিমান’ ভূপাতিত করার দাবি রাশিয়ার

বিএনপি ও জামায়াতের হাত ধরে আবারো সক্রিয় হচ্ছে জঙ্গিরা

সিটি নির্বাচনে বিএনপির ঘোমটা পরা প্রার্থী থাকবে: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন আজ

শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবেন: ড. সেলিম মাহমুদ