logo
Monday , 23 November 2020
  1. সকল নিউজ

সেনাবাহিনীর র‌্যাঙ্ক ব্যাজ নিয়েও প্রতারণায় মেজর (অব.) দেলোয়ার!

প্রতিবেদক
admin
November 23, 2020 9:26 am

নিউজ ডেস্ক

আবারও তৎপর হয়ে উঠেছেন তারেক রহমানের দালালখ্যাত অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেন। নৈতিক স্খলনের দায়ে চাকরিচ্যুত এই সেনাসদস্য কানাডায় বসে এবার নেমেছেন নতুন প্রতারণায়। নিজে মেজর পদমর্যাদার হলেও তিনি লে. জেনারেল পদবীর র‌্যাঙ্ক ব্যাজ পরিহিত ছবি তুলে সেটি অনলাইনে প্রচারের মাধ্যমে বিভিন্ন মহল থেকে অনৈতিক সুবিধা আদায়ের অপচেষ্টা করছেন বলে জানা গেছে।

তার ব্যাপারে অনুসন্ধানে বেরিয়ে এলো থলের বিড়াল। জানা গেছে, সেনাবাহিনীর চাকরিচ্যুত এই সাবেক সদস্য বর্তমানে বিএনপি-জামায়াতের পেইড এজেন্ট হয়ে তাদের ‘গুজব সেল’র একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছেন। শুধু তাই নয়, দেশের সকল সুবিধা ভোগ করে কানাডায় অবস্থানকারী এই পাকি প্রেতাত্মা সরকার পতনের স্বপ্নরোগেও ভীষণভাবে আক্রান্ত। এ কারণে তিনি তারেক রহমানের শিখিয়ে দেয়া বুলি অনুকরণ করে দীর্ঘদিন ধরে রাষ্ট্র, সেনাবাহিনী ও সরকার নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ও অপপ্রচার চালিয়ে আসছেন।

এখানেই শেষ নয়, বর্তমানে দেলোয়ার উঠেপড়ে লেগেছেন নতুন সুবিধা আদায়ের। এজন্য বিভিন্ন মহলে ধর্না দিচ্ছেন। কিন্তু মেজর পদবীর প্রভাব খাটিয়ে আশানুরূপ সুবিধা না মেলায় এবার তিনি ‘নিজের মনের মতো’ করে লে. জেনারেল পদবীর র‌্যাঙ্ক ব্যাজ পরিহিত ছবি তুলে সেটি প্রচার করে নিজের স্বার্থ হাসিলের ষড়যন্ত্রে মেতেছেন।

রাজনৈতিক বিজ্ঞজনের ভাষ্য মতে, মেজর (অব.) দেলোয়ার একজন আপাদমস্তক ভণ্ড, প্রতারক ও সুবিধাবাদী। নিজের ‘আখের গোছাতে’ তিনি কোন কিছুই করতে পিছপা হন না। তাই তার মতো মানুষ নামের অমানুষের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হয়ে বরং তাকে অকপটে প্রত্যাখ্যান করা জরুরি। পাশাপাশি সরকার ও জনগণকে সতর্ক থেকে তাদের অপতৎপরতাকে রুখে দিতে সদাজাগ্রত থাকতে হবে। তা নাহলে তার মতো ভণ্ড-প্রতারক ষড়যন্ত্রকারী ও ফেসবুক জিহাদি যেকোন মুহূর্তেই যে কারও ক্ষতি করতে পারে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘কৃষি সেচে জ্বালানি তেল নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে’

‘বাংলাদেশকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছি’

জ্বালানি নিরাপত্তা ইস্যুতে জোর দেবে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

ই-জিপি বাস্তবায়ন সরকারের একটি যুগান্তকারী সাফল্য

রাজশাহীতে এজেন্ট ব্যাংকের প্রতারণার শিকার ১৫০ যুবা

স্মার্ট বাংলাদেশ গড়তে কোন প্রতিবন্ধকতা তৈরি হবে না: আইসিটি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্র সারাক্ষণ আমার বিরুদ্ধে লেগে আছে: প্রধানমন্ত্রী

সময়ের আগেই ডাব্লিউএইচও’র লক্ষ্যমাত্রা অর্জন করল বাংলাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ, মাঝনদীতে আটকা তিনটি

১০ বিলিয়ন ডলার নিয়ে বিএনপির গুজব ও তার ফ্যাক্টচেক