logo
Sunday , 25 October 2020
  1. সকল নিউজ

দেশে ফিরছেন না পি কে হালদার

প্রতিবেদক
admin
October 25, 2020 9:48 am

দেশে আপাতত ফিরছেন না এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পি কে হালদার)।

অর্থ পাচারের মামলায় নিরাপত্তা চেয়ে আদালতের হেফাজতে আজ রোববার দেশে ফেরার ইচ্ছার কথা জানালেও তিনি সিদ্ধান্ত বদলেছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের (আইএলএফএসএল) আইনজীবী ই-মেইল করে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও দুর্নীতি দমন কমিশনকে এ বিষয়ে জানিয়েছে। পি কে হালদার পুঁজিবাজারে তালিকাভুক্ত আইএলএফএসএলের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

আইএলএফএসএল গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বছরের শুরুতে পি কে হালদারের বিদেশ পালানোর পর দুদক তার ৩০০ কোটি টাকার ‘অবৈধ সম্পদের’ অর্জনের অভিযোগ এনে মামলা করে।

আইএলএফএসএল আদালতকে জানায়, ‘আত্মসাৎ করা অর্থ ফেরত দিতে’ জীবনের নিরাপত্তার জন্য আদালতের আশ্রয়ে দেশে ফিরতে চাইছেন পি কে হালদার। তার পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্ট এক আদেশে বলেন, পি কে হালদার দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করে উপযুক্ত আদালতে সোপর্দ করতে হবে।

সেজন্য পুলিশ প্রধান, ইমিগ্রেশন কর্তৃপক্ষ এবং দুর্নীতি দমন কমিশনকে এ নির্দেশ দেয়া হয়। আদেশে বিচারক বলেন, পি কে হালদার যদি দেশে আসেন, তাহলে এ কোম্পানি ‘মেটারটা’ নিষ্পত্তি করা যাবে।

তাকে গ্রেফতার করে যাতে জেলহাজতে নেয়া হয়। যেন বাইরে যেতে না দেয়া হয়। এ কাজ যদি করা হয়, তাহলে তার আবেদন অনুযায়ী তিনি যে মনে করছেন, তাকে কিডন্যাপ করা হবে, তা আর হবে না।

হাইকোর্টে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। দুদকের পক্ষে ছিলেন মো. খুরশীদ আলম খান। আর আইএলএফএসএলের আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন।

পি কে হালদার ফিরছেন কিনা এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন বলেন, আইএলএফএসএলের যে আইনজীবী (মাহফুজুর রহমান মিলন), উনি জানিয়েছেন যে, ওই লোক (পি কে হালদার) নাকি আসবেন না।

দুদক ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়কে মেইল করেছেন। আমি জানি না কেন তিনি আসছেন না, উনার মক্কেল জানেন। মেইল বলেছেন, ওই লোকের নাকি কোভিড-১৯ হয়েছে।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, পি কে হালদার শারীরিক অসুস্থতা ও কোভিড-১৯ এর কারণে আসছেন না। তিনি কখন আসবেন পরে জানাবেন। আইএলএফএসএলের আইনজীবী মাহফুজুর রহমান মিলনকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

আইএলএফএসএলের পক্ষ থেকে হাইকোর্টে করা আবেদনে বলা হয়েছিল, আজ ২৫ অক্টোবর (রোববার) দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় আসার জন্য তিনি টিকিট কেটেছেন।

বাংলাদেশ সময় সকাল ৮টা ১০ মিনিটে ওই ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। এর আগে ৭ সেপ্টেম্বর এ বেঞ্চে এ সংক্রান্ত আরেকটি আবেদন করেছিল আইএলএফএসএল।

সেদিন আদালত বলেছিল, পি কে হালদার কবে, কখন, কোন ফ্লাইটে দেশে ফিরতে চান, তা সুনির্দিষ্টভাবে জানালে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও দুদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।

বিদেশে থাকা পিকে হালদার ২৮ জুন ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি আবেদন করেন। সেখানে বলা হয়, আইএলএফএসএল তার প্রত্যক্ষ ও পরোক্ষ মালিকানার কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।

তার অনুপস্থিতি ও দেশের মধ্যে সৃষ্ট ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে’ ওইসব প্রতিষ্ঠানের পরিচালনা ‘জটিল আকার’ ধারণ করেছে। তিনি দেশে ফিরতে পারলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ‘সংকট কেটে যাবে’ ও মহামারীর সময়ে দেশের অর্থনীতিতে ‘ইতিবাচক ভূমিকা’ রাখতে পারবে বলে সেখানে দাবি করা হয়।

আবেদনে বলা হয়, সেজন্য তিনি ‘ভয়ভীতিমুক্ত পরিবেশে’ দেশে ফিরতে চান ও তার সব প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করে আইএলএফএসএলসহ অন্য সব আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে দায়দেনা মিটিয়ে ফেলতে চান।

সর্বশেষ - সকল নিউজ