logo
Wednesday , 15 November 2023
  1. সকল নিউজ

খোলাবাজারে ডলারের নতুন দাম নির্ধারণ, বেশিতে বিক্রি করলেই শাস্তি

প্রতিবেদক
admin
November 15, 2023 9:44 am

খোলাবাজারে ডলারের দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি এক্সচেঞ্জ হাউসগুলো ১১৫ টাকা ৫০ পয়সা দরে ডলার কিনে সর্বোচ্চ ১১৭ টাকায় বিক্রি করতে পারবে।

মাত্র এক সপ্তাহেই খোলাবাজারে ডলারের দাম ১২৭ টাকায় উঠে যায়। ডলারের দামে লাগম টানতে আজ মঙ্গলবার মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনকে খোলাবাজারে দাম নির্ধারণ করে দিল বাংলাদেশ ব্যাংক।

নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডলার লেনদেন করলে মানি চেঞ্জারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শেখ হেলাল শিকদার।

ব্যাংকগুলোর ঘোষণা অনুযায়ী, প্রবাস আয় কেনার ক্ষেত্রে ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা। এর সঙ্গে রয়েছে সরকারের আড়াই শতাংশ প্রণোদনা।

পাশাপাশি কোনো কোনো ব্যাংক আরো আড়াই শতাংশ প্রণোদনা দিচ্ছে। ফলে ডলারের সর্বোচ্চ দাম দাঁড়ায় ১১৬ টাকা।এর আগে গত বৃহস্পতিবার ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) ডলার সংক্রান্ত নির্দেশনা ঠিকমতো বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে অনুরোধ করে। এরপর মানি এক্সচেঞ্জ অ্যাসোসিয়েশনকে খোলাবাজারের ডলারের দাম নিয়ন্ত্রণের দায়িত্ব দিল বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ - সকল নিউজ