জ্বালানি সক্ষমতায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ


admin প্রকাশের সময় : জুন ১১, ২০২৩, ৯:১৬ পূর্বাহ্ন | 419
জ্বালানি সক্ষমতায় আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ

বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে তিতাস ২৪ নং কূপ থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে তিতাস-২৪নং কূপ থেকে গতকাল শুক্রবার থেকে দৈনিক ৮ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। এ ছাড়া বাপেক্সসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবিরাম প্রচেষ্টায় বাংলাদেশ নিজস্ব জ্বালানি সক্ষমতায় আরেক ধাপ এগিয়ে গেল।

দেশবাসীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ যেকোনো সংকট পাড়ি দেয়ার সামর্থ অর্জন করেছে। আস্থা রাখুন। আপনাদের পাশে ছিলাম, আছি, থাকব।

এর আগে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানির (বিজিএফসিএল) আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৪ নম্বর গ্যাস কূপটি একসময় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। আবারও এ কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।