logo
Monday , 20 November 2023
  1. সকল নিউজ

এইচএসসির ফল প্রকাশ ২৬ নভেম্বর

প্রতিবেদক
admin
November 20, 2023 3:59 pm

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ২৬ নভেম্বর। প্রতি বছরের মতো এবারও ফলাফল ঘোষণার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।

 

অধ্যাপক তপন কুমার বলেন, ২৬ নভেম্বর এইচএসসির ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি হাতে পাইনি।

এর আগে এইচএসসির ফল প্রকাশে ২৬, ২৭ ও ২৮ তারিখ নির্ধারণের প্রস্তাব করে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। এ বছর ৯টি সাধারণ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী।

সর্বশেষ - সকল নিউজ