logo
Wednesday , 25 October 2023
  1. সকল নিউজ

পতেঙ্গায় দুদিনব্যাপী টানেল উৎসবের আয়োজন

প্রতিবেদক
admin
October 25, 2023 4:22 pm

বঙ্গবন্ধু টানেল উদ্বোধন উপলক্ষে দুদিনব্যাপী টানেল উৎসবের আয়োজন করা হচ্ছে। আজ বিকেলে পতেঙ্গায় টানেল উৎসবের উদ্বোধন করবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। টানেল উৎসবের উদ্যোক্তা মহানগর ১৪ দলের সমন্বয়ক, নগর আওয়ামী লীগের সহ–সভাপতি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় নদীর তলদেশে প্রথম টানেল হচ্ছে কর্ণফুলীর তলদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এই টানেল উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ অক্টোবর সকালে চট্টগ্রাম আসছেন। প্রধানমন্ত্রীর আগমনকে উৎসব মুখর করতে ‘আমরা জয়ের উদ্যোগে’ শিরোনামে দুই দিনব্যাপী টানেল উৎসবের আয়োজন করেছি।

তিনি বলেন, আজ (বুধবার) বিকাল ৩টায় সি–বিচের মূল পয়েন্টে টানেল উৎসবের ১ম দিনে বর্ণাঢ্য র‌্যালি, সাগরে লাল সবুজের আলোর মেলা, পিঠা উৎসব ও চাটগাঁইয়া সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। তিনি বর্ণাঢ্য এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - সকল নিউজ