logo
Tuesday , 26 September 2023
  1. সকল নিউজ

আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে এখনও তৎপর বিএনপি ও জামায়াত : শেখ তন্ময়

প্রতিবেদক
admin
September 26, 2023 9:22 am

বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহার নাসের তন্ময় বলেছেন, দেশী-বিদেশী অপশক্তি স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে খ্যান্ত হয়নি, স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের আশ্রিত জঙ্গিরা একাধিকবার আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার চেষ্টা চালিয়েছে। এমনকি ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাটে নির্বাচনী জনসভায় বোমা হামলা চলিয়ে দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনৈতিক অভিভাবক শেখ হেলাল উদ্দিন এমপিকে হত্যার চেষ্টা চালানো হয়। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত এখনো তৎপর রয়েছে।

গত শুক্রবার রাতে বাগেরহাট শহরতলীর মেগনিতলা মাঠ তাঁতী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমপি শেখ তন্ময় আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক শক্তি বিএনপি-জামায়াত ও বিদেশী অপশক্তি এখন এক হয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রগতির ধারা বানচাল করতে মাঠে নেমেছে।

বাগেরহাট সদর উপজেলার তাঁতী লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন ভুইয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, ধর্ম বিষয়ক সম্পাদক কে এম ফরিদ উদ্দিন, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ অন্যরা।
বাগেরহাট সদর উপজেলার তাঁতী লীগের এই কর্মী সমাবেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির নেতৃত্বে পারস্পরিক আস্থার সংকট চরমে: ওবায়দুল কাদের

‘ফ্রান্সের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত’

হেলিকপ্টারযোগে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘নির্বাচনকে কেন্দ্র করে ৩০০ দলীয় ক্যাডার নিয়োগ দিয়েছিল বিএনপি’

স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ট্রেন যাবে যশোর

শিগগিরই দক্ষিণ-পূর্ব এশিয়ার রেল নেটওয়ার্কে বাংলাদেশ

১০ টাকা কেজির চাল নিতে চেয়ারম্যানকে দিতে হচ্ছে ৫৫০ টাকা

ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের

বৈশ্বিক মন্দার মধ্যেও দেশে দ্রব্যমূল্য অনেকটা নিয়ন্ত্রণে: প্রধানমন্ত্রী

হামাস-ইসরাইল সংঘাত: যে কারণে যৌথ বিবৃতি দিতে ব্যর্থ হলো নিরাপত্তা পরিষদ