logo
Monday , 22 May 2023
  1. সকল নিউজ

বিএনপিকে রাজনীতি থেকে বিদায় করার সময় এসেছে : ইনু

প্রতিবেদক
admin
May 22, 2023 9:33 am

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপির ইতিহাস নির্বাচন বানচালের ও আগুন সন্ত্রাসের। মুখে যতই নির্বাচন ও গণতন্ত্রের কথা বলুক, বিএনপি মূলত সংবিধান এবং গণতন্ত্র বানচালের ষড়যন্ত্রকারী। তারা নির্বাচিত সরকারকে উৎখাত করে দুর্নীতিবাজ, জঙ্গি ও রাজাকারদের নিয়ে অস্বাভাবিক সরকার গঠন করতে চায়। তাদের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাও যায় না। রাজনীতি থেকে বিএনপিকে বিদায় করার সময় এসেছে।’

গতকাল শনিবার (২০ মে) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মুখে নির্বাচনের কথা বললেও সারাদেশে বিএনপির কোনও প্রস্তুতি নেই জানিয়ে হাসানুল হক ইনু বলেন, ‘তারা অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতায় যেতে শুধু বিদেশি ও অদৃশ্য শক্তির আশায় বসে আছে। ১৪ বছর ধরে আগুন সন্ত্রাস ও জঙ্গি তাণ্ডব মোকাবিলা করেছে সরকার। ভবষ্যিতেও সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করতে সব ষড়যন্ত্র মোকাবিলা করতে সক্ষম বর্তমান সরকার।’

‘টিকে থাকতে সরকার বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে’ বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে জাসদের সভাপতি বলেন, সরকারপ্রধান বিদেশে সফর করছেন দেশের উন্নয়নের জন্য। বিদেশিদের সঙ্গে উন্নয়ন ছাড়া রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে কথা হয় না।’

ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাসানুল হক ইনু। জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন ছাড়াও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরে সভায় বক্তব্য রাখেন।

সর্বশেষ - সকল নিউজ