logo
Monday , 1 May 2023
  1. সকল নিউজ

গাজীপুরে পোশাক কারখানায় গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১৫ জন ঢামেকে

প্রতিবেদক
admin
May 1, 2023 1:35 pm

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার দক্ষিন জরুণ এলাকায় মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি পোশাক কারখানার গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটেছ। এতে ১২ শ্রমিক দগ্ধ হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের লিকেজ থেকে প্রথমে আগুন ও পরে বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার দিদারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিস্ফোরণে দগ্ধ হয়ে ১৫ জন বার্ন ইউনিটে আসে। তাদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি  ইউনিটে রয়েছেন-

১। ফজলুর (৬০) ক্লিনার।
২। সবুর (৩৫) সুপার ভাইজার।
৩। সাহাবুল ইসলাম (৪৪) লাইন ম্যানেজার।
৪। চাঁন মিয়া (৪৫) নিরাপত্তা প্রহরী।
৫। আসলাম আলী (২৭) কাটিং মাস্টার।
৬। মোঃ সোহেল (৫০) পথচারী।
৭। সোহের রানা (২৪) নিরাপত্তা প্রহরী।
৮। আলমগীর (৩০)।

ঢামেক বার্ন বিভাগে ভর্তি আছেন-
১। তৌসিফ (৩২)।
২। আরিফ (২২)।
৩। আবুল হোসেন (৩৫)।
৪। রাকিব (৪০)।
৫। রাশেদ (৩০)।
৬। রফিকুল (৩২)।
৭। বাবুল (৩৫)।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘নালিশ পার্টি’ থেকে ‘মাথা খারাপ পার্টি’তে পরিণত হয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

এভিয়েশন খাতের চিত্রই পাল্টে দেবে তৃতীয় টার্মিনাল

রাজনীতির টোকাইদের নিয়ে জোট করেছে বিএন‌পি: তথ্যমন্ত্রী

রোহিঙ্গা সংকটে ওআইসির পদক্ষেপ চান পররাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেল: চলছে শেষ মুহূর্তের পরীক্ষা, ডিসেম্বরেই চালু

দু-এক দিনের মধ্যে দাম না কমলে পেঁয়াজ আমদানি করবে সরকার

বিএনপির আন্দোলন কোন ঈদের পর, জানতে চান তথ্যমন্ত্রী

সায়মা ওয়াজেদ পুতুল: স্বীয় কর্মে বিশ্ব স্বীকৃত সফল নারী

পদ্মা সেতু দিয়ে চলতে ১০০ রেলকোচ প্রস্তুত হচ্ছে চীনে

বাংলাদেশ-জাপানের সমন্বিত অংশীদারিত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে : প্রধানমন্ত্রী