logo
Monday , 1 May 2023
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার ভাবনা
  5. খেলা
  6. জাতীয়
  7. টেক নিউজ
  8. দেশের খবর
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. লাইফস্টাইল
  14. সম্পাদকীয়
  15. সাফল্য

কিছুটা স্বস্তির জন্য আইএমএফ’র ঋণ নিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রতিবেদক
admin
May 1, 2023 1:34 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে। আইএমএফ ভবিষ্যতেও বাংলাদেশকে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। শনিবার বিকালে ওয়াশিংটন ডিসির দ্য রিজ-কার্লটন হোটেলের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্রিস্টালিনা জর্জিয়েভা নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে। সোমবার বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে শেখ হাসিনা সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের নানা উদ্যোগ সম্পর্কে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভাকে অবহিত করেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার ব্যাপারে শেখ হাসিনা বলেন, উন্নয়ন একদিনে হয়নি। বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনার ফল। দেশে ক্ষমতার পটপরিবর্তনের পর কারাগারে থাকা অবস্থায় তিনি যেভাবে বাংলাদেশের উন্নয়ন চেয়েছেন সেভাবে পরিকল্পনা করেন এবং ২০০৯ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর সেই পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পদক্ষেপ সম্পর্কে আইএমএফ প্রধানকেও তিনি অবহিত করেন। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় আইএমএফ’র ভূমিকার প্রশংসা করে শেখ হাসিনা আশা করেন-ভবিষ্যতেও সংস্থাটি সমর্থন অব্যাহত রাখবে।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ণ উন্নয়ন অর্জন করেছে। সব বাধা-বিপত্তি মোকাবিলা করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন। বাংলাদেশে কোভিড-১৯ মহামারিকালেও সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখায় তিনি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। তিনি বলেন, ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন, সুসংযোগ স্থাপন এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ভবিষ্যতেও বাংলাদেশকে তিনি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘আমরা কিছুটা স্বস্তির জন্য আইএমএফ’র কাছ থেকে ঋণ নিয়েছি।’ আর আইএমএফ’র এমডির বক্তব্য উদ্ধৃত করে ড. মোমেন বলেন, বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল (সামগ্রিক উন্নয়নের পরিপ্রেক্ষিতে)। কারণ, বাংলাদেশ করোনাভাইরাস মহামারির পরও অর্থনীতিকে স্থিতিশীল রাখতে পেরেছে। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো নেতৃত্ব প্রয়োজন।

ব্রিফিংকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ বলেন, ১৪ বছরে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আইএমএফ সব সময় বাংলাদেশের পাশে থেকেছে ও প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের কর্মসূচি নিয়ে আইএমএফ’র সঙ্গে কাজ করছে। যা বাংলাদেশ মাত্র ২ সপ্তাহের আলোচনার মাধ্যমে পেয়েছে। যদিও অনেক দেশ বছরের পর বছর ধরে আলোচনা চালিয়েও পায় না। আইএমএফ প্রধানকে উদ্ধৃত করে রউফ বলেন, আইএমএফ ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। ব্রিফিংকালে অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ - দেশের খবর

আপনার জন্য নির্বাচিত

বিশ্বকে বদলে দেবে চ্যাটজিপিটি: বিল গেটস

বাংলাদেশ বিরোধী আল জাজিরার ষড়যন্ত্রের চিত্র – যুদ্ধাপরাধীদের বিচারের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন

৪ দিনে পুলিশের ওপর দুই হামলা: ইন্ধনদাতাদের খোঁজে মাঠে গোয়েন্দা

বাংলাদেশকে শ্রীলংকা বানাতে চায় বিএনপি : সেতুমন্ত্রী

দারিদ্র্যের হার ২০.৫ শতাংশের নিচে নামিয়ে এনেছি: মাননীয় প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে : প্রধানমন্ত্রী

জাতীয় গ্রিডে ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ শুরু,দৈনিক ১৬ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনের চেষ্টা

সিদ্দিকবাজারে বিস্ফোরণ : ধসে পড়া ঠেকাতে কাজ চলছে ভবনে

ডলার সংকটে স্বস্তি রেমিট্যান্স

বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে সহযোগী হিসেবে থাকবে বিশ্বব্যাংক