logo
Thursday , 13 April 2023
  1. সকল নিউজ

বাংলাদেশকে ৬ হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

প্রতিবেদক
admin
April 13, 2023 9:41 am

বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ছয় হাজার কোটি টাকা দেবে বিশ্বব্যাংক। এই অর্থ জুন মাসের মধ্যেই পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার।

বর্তমানে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদরদপ্তরে বসন্তকালীন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন গভর্নর।তিনি বলেন, আমরা ৫০০ মিলিয়ন ডলার নিয়ে কাজ করছি। যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সেটা নিয়ে আমরা কথা বলবো। এটা হয়ে গেলে আশা করি আমরা ৩০ জুনের আগেই অর্থ সহায়তা পেয়ে যাবো।

গভর্নর বলেন, বাংলাদেশের ভোক্তারা শিগগিরিই বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম কমার সুবিধা পাবেন। তবে কিছুদিন সময় লাগবে। টাকা এবং ডলারের মূল্য স্থিতিশীল হয়ে গেলে আশা করি ভোক্তারা সুবিধা পাবে।জানা গেছে, বৈঠকের প্রথম দিনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের সঙ্গে অর্থনীতির হালনাগাদ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন আবদুর রউফ তালুকদার।

সর্বশেষ - সকল নিউজ