logo
Saturday , 11 March 2023
  1. সকল নিউজ

১৮ মার্চ সব মহানগরে বিক্ষোভ করবে বিএনপি

প্রতিবেদক
admin
March 11, 2023 1:20 pm

আগামী ১৮ মার্চ শনিবার দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শনিবার (১১ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৮ মার্চ শনিবার দেশব্যাপী সব মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘পরিষ্কার জানিয়ে দিতে চাই। বিএনপি এ সরকারের অধীনে, হাসিনা সরকারের অধীনে, এ নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না। আমরা ১০ দফা দাবি দিয়েছি। সেখানে আমরা উল্লেখ করেছি সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

‌‌‘মন্ত্রীরা বলেন তত্ত্বাবধায়ক সরকার কবরস্থানে চলে গেছে’ এর জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা জামায়াত-জাতীয় পার্টিকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। ১৭৩ দিন হরতাল করেছিলেন। গান পাউডার দিয়ে বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছিলেন। অগ্নিসন্ত্রাস করেছেন। লগি-বৈঠা দিয়ে মানুষকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। আপনারা উস্কানি দেওয়ার চেষ্টা করছেন। জনগণ আন্দোলন শুরু করেছে। এ আন্দোলনে তারা জয়ী হবে।’

এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

মানববন্ধনটি পরিচালনা করেন মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু। দুপুর ১২টায় মানববন্ধনটি শেষ করা হয়।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

১৬৭ ভিক্ষুককে আশ্রয়কেন্দ্রে পাঠালো ডিএনসিসি

আগামী মার্চেই তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আজ শেখ হাসিনার ৪১ বছরের নেতৃত্বে অনন্য উচ্চতায় দল

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা হাইকোর্টের কার্যতালিকায়

প্ররকৃতির সঙ্গে যুদ্ধ নয় মানিয়েই চলতে হবে: জাতিসংঘ মহাসচিব

ব্যাংকারদের বিদেশ ভ্রমণ বন্ধ করলো বাংলাদেশ ব্যাংক

গুলশানে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন

ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আ.লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা আজ

সকালে ঢাকায় ঝুম বৃষ্টি, জনজীবনে ফিরল স্বস্তি