logo
Sunday , 15 January 2023
  1. সকল নিউজ

ভোটার হালনাগাদ: খসড়া তালিকা প্রকাশ আজ

প্রতিবেদক
admin
January 15, 2023 9:35 am

নির্বাচন কমিশন আজ রবিবার চলমান ভোটার হালনাগাদ কার্যক্রমের খসড়া তালিকা প্রকাশ করতে যাচ্ছে। তালিকায় এক কোটির কাছাকাছি নাগরিক অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এবারের হালনাগাদ কার্যক্রমে এক কোটির মতো নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে ৯৮ লাখ ৭০ হাজার ৯৭০ জন নাগরিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। এর মধ্যে নারী ৪৭ লাখ ৭৮ হাজার তিনজন, পুরুষ ৫০ লাখ ৯২ হাজার ৭১৬ জন এবং তৃতীয় লিঙ্গ বা হিজড়া রয়েছেন ২৫১ জন।

গত বছরের ২০ মে থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার ধাপে তথ্য সংগ্রহ ও নিবন্ধনের কাজ সম্পন্ন করে নির্বাচন কমিশন। এবারও গতবারের মতো তিন বছরের তথ্য একসঙ্গে নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে যাঁরা জন্মগ্রহণ করেছেন তাঁদের তথ্য সংগ্রহ করা হয়েছে।

নিবন্ধন সম্পন্নকারীদের মধ্যে যাঁদের বয়স যখন ১৮ বছর পূর্ণ হবে, তখন তাঁরা স্বয়ংক্রিভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।

কমিশনের নির্দেশনা অনুযায়ী, আজ খসড়া তালিকা বিভিন্ন জনবহুল স্থানে প্রকাশ্যে টানিয়ে দেওয়া হবে। এতে কোনো ভুল থাকলে সংশোধনের সুযোগ পাওয়া যাবে। এ ক্ষেত্রে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন করার শেষ সময় ৩১ জানুয়ারি। সংশোধনকারী কর্তৃপক্ষ আবেদন নিষ্পত্তি করবেন ৭ ফেব্রুয়ারির মধ্যে। আবেদন নিষ্পত্তির পর হালনাগাদকৃত চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২ মার্চ।

এবারের ভোটার হালনাগাদ কার্যক্রমের জন্য ব্যয় ধরা হয় ১০৬ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার টাকা, যা আগেরবারের চেয়ে ২৬ কোটি টাকা বেশি।

২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়নের পর এ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে পাঁচবার। বর্তমানে নির্বাচন কমিশনের তথ্য ভাণ্ডারে মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটারের তথ্য রয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ভোটার পাঁচ কোটি ৭৬ লাখ ৮৯ হাজার ৫২৯ জন এবং নারী ভোটার পাঁচ কোটি ৫৫ লাখ ৯৭ হাজার ২৭ জন। হিজড়া ভোটার রয়েছেন ৪৫৪ জন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

দারিদ্র্য-ক্ষুধা কাটিয়ে না ওঠা পর্যন্ত বিশ্রাম নেব না: প্রধানমন্ত্রী

শেখ হাসিনাকে নৌকা উপহার দিলো চীন

গত দশকে বাংলাদেশে নারী ক্ষমতায়ন বিশ্বে অনন্য: তথ্যমন্ত্রী

অক্টোবরে ৬ দিনে প্রবাসী আয় সাড়ে ৩ হাজার কোটি টাকা

কোনো ষড়যন্ত্রই সাংবিধানিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপির কর্মসূচিতে জনসমাগম না হওয়ায় তারা হতাশ : তথ্যমন্ত্রী

বিদেশি প্রভুদের তুষ্ট করতে আওয়ামী লীগ রাজনীতি করে না: কাদের

প্রবাসীদের কাছে নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী

খাদ্য সংকটের শঙ্কা নেই, লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমন

কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী