logo
Wednesday , 11 January 2023
  1. সকল নিউজ

ইভিএম কেনার প্রকল্প শিগগিরই অনুমোদন দেওয়া হবে: পরিকল্পনামন্ত্রী

প্রতিবেদক
admin
January 11, 2023 9:29 am

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা নিয়ম-কানুনের মধ্যেই ইভিএম নিয়ে কথা বলছি। নির্বাচন কমিশনের সব প্রয়োজন আইনের আলোকে বিচার করা হবে। যত শিগগিরই সম্ভব ইভিএম কেনার প্রকল্প অনুমোদন করা হবে। দ্রুত আমরা এটি করানোর চেষ্টা করবো।

মঙ্গলবার (১০ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাতালি চুয়ার্ডের সঙ্গে সাক্ষাৎ শেষে পরিকল্পনামন্ত্রী এ কথা বলেন।

জানা গেছে, আরও দুই লাখ ইভিএম কেনার জন্য আট হাজার ৭১১ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। তবে প্রকল্পটি এখনও অনুমোদন দেওয়া হয়নি। বর্তমানে প্রকল্পের ব্যয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে পরিকল্পনা মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনে কত আসনে ইভিএমে ভোট হবে। তা বাজেটের ওপর নির্ভর করবে। তবে এ বিষয়ে জানুয়ারির মধ্যেই সিদ্ধান্ত হবে। এখন যে পরিমাণ ইভিএম আছে। তা দিয়ে ৭০ আসনে ভোট করা যাবে। বাকিটা নির্ভর করবে কী পরিমাণ বাজেট পেলাম তার ওপর। জানুয়ারিতে পর্যাপ্ত বাজেট পেলে ১৫০ আসনে ইভিএমে ভোট হবে। কিন্তু ফেব্রুয়ারিতে বাজেট পেলে সেটা আর সম্ভব হবে না।

ইসি আলমগীরের এ বক্তব্যের বিষয়টি পরিকল্পনামন্ত্রীকে জানিয়ে ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম প্রকল্প পাস হবে কি না, তা জানতে চান সাংবাদিকরা। জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তাদের (নির্বাচন কমিশন) অবস্থান আমরা জানি না। তবে পেপারে আমরা পড়েছি, ১৫ জানুয়ারির মধ্যে ইভিএম কেনার প্রকল্পটি পাস হতে হবে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইউনেস্কোর আইওসির নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত বাংলাদেশ

দুই মেয়েকে নিয়ে জাপানি মায়ের যাওয়ার চেষ্টা ফেরাল পুলিশ

বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাসের অমানবিক বর্ণনা দিলেন ভিকটিমরা

চোখ ধাঁধানো মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজার

আদালত স্বাধীন বলেই মুক্তি পেলেন ফখরুল-আব্বাস: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন: খাদ্যমন্ত্রী

বিনিয়োগ সম্ভাবনা ইউরোপে তুলে ধরবে বাংলাদেশ

ভারতীয় পেঁয়াজের পেঁয়াজু খেয়ে বয়কটের তামাশা করছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

নিউমার্কেট এলাকা রণক্ষেত্র : নিহত ১, আহত অর্ধশতাধিক, দিনভর সংঘর্ষের দায় কার

উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের বঙ্গবন্ধু টানেল