logo
Thursday , 22 December 2022
  1. সকল নিউজ

ওআইসিকে আইনমন্ত্রী সাবেক সরকারপ্রধানের সন্তানের পাচারের টাকা ফিরিয়ে এনেছে ঢাকা

প্রতিবেদক
admin
December 22, 2022 12:50 pm

সাবেক একজন সরকারপ্রধানের সন্তানের পাচার করা অর্থ আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বাংলাদেশ। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বুধবার জেদ্দায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মন্ত্রিপর্যায়ের বৈঠকের উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় এ কথা জানান।

আইনমন্ত্রী বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বাংলাদেশ সরকার গত দেড় দশকে প্রয়োজনীয় প্রতিষ্ঠানিক সংস্কারসহ অনেক কাজ করেছে।

দুর্নীতি দমন ব্যুরোকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ২০০৪ সালে দুর্নীতি দমন আইন প্রণীত হয়েছে। কিন্তু এর বাস্তবায়নে সরকারকে অনেক প্রাতিষ্ঠানিক সংস্কার ও নতুন আইন প্রণয়ন করতে হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স আইন, সাক্ষ্য আইনের সংস্কার। এ ছাড়া দুর্নীতির বহুমাত্রিকতা থাকায় তা প্রতিরোধে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের সক্ষমতা অনুযায়ী আলাদাভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে। 

আইনমন্ত্রী বলেন, দুর্নীতি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। এ কারণে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার বিকল্প নেই। তিনি আরো বলেন, অসাধু ব্যক্তিরা দুর্নীতির জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করায় তা শনাক্তকরণ ও প্রতিরোধে নিয়োজিত সংস্থার লোকবলের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ প্রসঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও ডিজিটাইজেশনের ওপর জোর দেন।

আইনমন্ত্রী দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সহযোগিতার জন্য গৃহীত ওআইসি সনদের আওতায় প্রশিক্ষণ, তথ্য বিনিময়, অভিজ্ঞতা বিনিময়ের প্রস্তাব দেন।

প্যানেল আলোচনায় আলোচক হিসেবে ইন্টারপোলের মহাসচিব জার্গেন স্টক, জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত অফিসের নির্বাহী পরিচালক ঘাদা ওয়ালি, মিসরের প্রশাসন বিষয়ক মন্ত্রী মেজর জেনারেল আমর আদেল ও এগমন্ট গ্রুপের সভাপতি জোলিসাইল খানাইল বক্তব্য দেন। পরে আলোচকরা ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত