logo
Tuesday , 13 December 2022
  1. সকল নিউজ

বিএনপির ৬ শূন্য আসনের তফসিল নিয়ে যা জানাল ইসি

প্রতিবেদক
admin
December 13, 2022 9:23 am

বিএনপির পদত্যাগী সংসদ সদস্যদের আসনে আগামী বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হতে পারে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। 

তিনি জানান, আগামী ৫০ দিনের মধ্যে এসব আসনে ভোট হতে পারে। যদিও সংবিধানে ৯০দিন সময় দেওয়া আছে। 
সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রসঙ্গত, রোববার বিএনপির ছয়জন সংসদ সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করেন স্পিকার। ওইদিনই তাদের আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। 

ওইসব আসনে নির্বাচনের বিষয়ে মো. আলমগীর জানান, বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগ করা আসন শূন্য ঘোষণার গেজেট নির্বাচন কমিশন সচিবালয় পেয়েছে। 

তিনি বলেন, তফসিল আমরা খুব তাড়াতাড়িই দেবো ইনশাআল্লাহ। যেহেতু ৯০ দিনের মধ্যেই নির্বাচন করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার এবং আরেকজন নির্বাচন কমিশনার আজকে ঢাকার বাইরে আছেন। বুধবার হয়তো আসবেন। এরপর বৃহস্পতিবার অনানুষ্ঠানিক বৈঠকে বসবো। সেখানেই হয়তো নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। 

তিনি বলেন, নির্বাচনের জন্য আমরা ৯০ দিন অপেক্ষা করবো না। যেহেতু পরবর্তী সাধারণ নির্বাচন এক বছরের একটু বেশি সময় আছে। ওই হিসেবে ৯০ দিন শেষ হওয়ার আগেই ভোট করে ফেলবো। 

জাতীয় নির্বাচনের আগেই ছয়জন সংসদ সদস্যের পদত্যাগ বাড়তি চাপ সৃষ্টি করছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না, আমরা কোনো প্রেশার অনুভব করছি না। আমাদের কাজ রেফারির। আমরা মাঠ প্রস্তুত রাখবো, গ্যালারি প্রস্তুত রাখবো, সবকিছু প্রস্তুত রাখবো। প্লেয়াররা খেলতে আসবেন। 

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাঠে আসার আগ পর্যন্ত দায়িত্ব সরকার এবং রাজনীতিবিদদের। এই ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো ভূমিকা নেই। আমরা মাঠ তৈরি করবো, গ্যালারি তৈরি করবো।

মো. আলমগীর বলেন, নির্বাচনের মাঠে সব খেলোয়াড়রা নাও আসতে পারেন। যাদের প্রস্তুতি থাকবে না তারা তো নাও আসতে পারেন। ৩৯ টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। সবগুলো দলই যে নির্বাচন করবে সেটি তো আর বলা যায় না। 

তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল বা সক্রিয় রাজনৈতিক দলগুলো আসলেই বলবো যে একটা সুন্দর নির্বাচন হয়েছে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিএসএমএমইউতে উত্তেজনা: রোগী দুর্ভোগ সৃষ্টিকারী আচরণ কাম্য নয়

বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চেয়ে নির্বাচনে আসতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘আওয়ামী লীগকে রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই’

তারেক-জোবায়দার দুর্নীতির মামলা হাইকোর্টে, রুলের শুনানি শুরু আজ

বাংলাদেশের ৪.৫ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন দিল আইএমএফ

যুক্তরাষ্ট্রসহ ১৫৭টি দেশে ওষুধ রফতানি করে বাংলাদেশ : স্বাস্থ্যমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা সমাধানে বন্ধুপ্রতিম দেশকে আন্তরিক হওয়ার আহ্বান

আজ ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

দুর্নীতি হ্রাসে ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল নজরদারি করা হচ্ছে

বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীর দেখা মিললো টরোন্টোতে