logo
Tuesday , 13 December 2022
  1. সকল নিউজ

জি এম কাদেরের দায়িত্ব পালন বিষয়ে আপিল বিভাগের আদেশ আজ

প্রতিবেদক
admin
December 13, 2022 9:22 am

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের প্রশ্নে করা আবেদনের ওপর আজ আদেশ দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার শুনানি শেষে এই দিন ধার্য করে দেয়। আদালতে জিয়াউল হকের পক্ষে আইনজীবী সাঈদ আহমেদ রাজা এবং জি এম কাদেরের পক্ষে শেখ সিরাজুল ইসলাম শুনানি করেন।

গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত গঠনতন্ত্রের আলোকে জি এম কাদের দলীয় কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন না বলে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়। জাপা থেকে বহিষ্কৃত এবং দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। সেই আদেশ প্রত্যাহারে জি এম কাদেরের করা আবেদন ১৬ নভেম্বর খারিজ করে দেয় আদালত। বিচারপতি শেখ আব্দুল আওয়ালের একক হাইকোর্ট বেঞ্চ গত ২৯ নভেম্বর নিম্ন আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দেয়। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন জিয়াউল হক। গত ৩০ নভেম্বর চেম্বার আদালতের বিচারপতি এম. ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেন। এরপর গতকাল ঐ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হলো।

জিয়াউল হকের মামলার অভিযোগে বলা হয়, জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এরপর বিবাদী জি এম কাদের হাইকোর্ট বিভাগের একটি রিট মামলা বিচারাধীন থাকার পরও জাল-জালিয়াতির মাধ্যমে ঐ বছরের ২৮ ডিসেম্বর কাউন্সিল করে নিজেকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন। ৫ মার্চ গাজীপুর মহানগর কমিটির উপদেষ্টা আতাউর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক সবুর শিকদার, মুক্তিযোদ্ধাবিষয়ক রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মো. আজিজকে বহিষ্কার করেন। ১৪ সেপ্টেম্বর বাদী মশিউর রহমান রাঙ্গাকে দলের প্রেসিডিয়াম সদস্যের পদ থেকে বহিষ্কার করেন। অন্যদিকে ১৭ সেপ্টেম্বর অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকেও দল থেকে বহিষ্কার করেন, যা অবৈধ। এরপর এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকার যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন জিয়াউল হক।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি: যুক্তরাষ্ট্র

‘স্মার্ট বাংলাদেশ’ ইশতেহার আনছে আওয়ামী লীগ

দ্রুতগতিতে চলছে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ

‘শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে’

দুর্যোগ মোকাবেলায় ২৩০০ কোটি টাকার প্রকল্প

বিএনপির পেট্রোল বোমা বাহিনী মাঠে নেমেছে, প্রতিরোধ করতে হবে: তথ্যমন্ত্রী

শিক্ষকদের আসতে দেয়া হচ্ছে না, ক্লাস নিচ্ছেন দপ্তরি, আয়া ও নৈশপ্রহরী

বিদ্যুৎ খাতে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত

প্রধানমন্ত্রী ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন বৃহস্পতিবার

উখিয়া থেকে পালিয়ে আসা ৪ রোহিঙ্গাসহ বড়লেখায় আটক ৫