logo
Wednesday , 23 November 2022
  1. সকল নিউজ

পঁচাত্তরের পুনরাবৃত্তি বাংলার মাটিতে হতে দেব না: নানক

প্রতিবেদক
admin
November 23, 2022 9:15 am

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আওয়ামী লীগ সামরিক শাসকের গর্ভ থেকে তৈরি হওয়া কোনো দল নয়। আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না। পঁচাত্তরের পুনরাবৃত্তি আমরা মুজিব সেনারা বেঁচে থাকতে বাংলার মাটিতে আর হতে দেব না।

যশোরে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় মাগুরায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাগুরা জেলা আওয়ামী লীগ সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মিসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, বিএম মোজাম্মেল হক, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার প্রমুখ।

প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সারা দেশে কেবলই উন্নয়নের ছোঁয়া। শেখ হাসিনা এ দেশের মানুষকে শিক্ষার নিশ্চয়তা দিয়েছেন। ঠিকানাবিহীন মানুষকে দিয়েছেন ঠিকানা।

নানক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছে। যার সুবিধা নিচ্ছে বিএনপি-জামায়াতিরা। ওই অপশক্তি ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। অথচ দেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না।

কর্মিসভায় উপস্থিত নেতারা ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানান।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

‘টিকা নেওয়া ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না’- তথ্যটি সঠিক নয়

পড়ে যাওয়া বিমান দেখতে আলুক্ষেতেই বসল মেলা

চলতি মাসের ১৪ দিনে এলো ৯৬ কোটি ডলার

জনগণ ছাড়া অসহযোগ আন্দোলনের মানে হয় না: শিক্ষামন্ত্রী

বিএনপি দেশ, জা‌তি ও গণতন্ত্রের জন্য হুম‌কি : সেতুমন্ত্রী

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে এলাকাবাসীর জন্য পুলিশের ৭ নির্দেশনা

ফখরুলের বাবা রাজাকার ছিলেন : নৌপরিবহন প্রতিমন্ত্রী

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি রেমিট্যান্স আনার সুযোগ

এইচএসসি ও সমমানের পরীক্ষা ৬ নভেম্বর শুরু ঝরে পড়েছে ২৩ শতাংশ শিক্ষার্থী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সমন্বিত শিক্ষা নিশ্চিতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ