logo
Monday , 14 November 2022
  1. সকল নিউজ

তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান ওটা এখন মিউজিয়ামে- ওবায়দুল কাদের

প্রতিবেদক
admin
November 14, 2022 8:21 am

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকার মামাবাড়ির আবদার। তত্ত্বাবধায়ক সরকার ভুলে যান, ওটা এখন মিউজিয়ামে। সরকারের পতনে লাফালাফি করছেন, আগুন নিয়ে খেলবেন, সন্ত্রাস করবেন বিজয়ের মাস ডিসেম্বরে। হাওয়া ভবন করছিলেন, সেই হাওয়া ভবনের হারিয়ে যাওয়া ময়ূর সিংহাসন ফিরে পেতে এখন আন্দোলন করছেন।

তিনি বলেন, ‘হাওয়া ভবনের বিরুদ্ধে খেলা হবে। এটা কখনো হতে দেওয়া হবে না। ’

গতকাল রবিবার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় ওবায়দুল কাদের আরো বলেন, আগামী নির্বাচনকে ঘিরে এখনই বিএনপি মনোনয়ন বাণিজ্য শুরু করেছে। ফখরুল সাহেব বিভিন্ন জায়গায় সমাবেশ ডেকে দুদিন আগেই সেখানে গিয়ে টাকার বস্তা

নিয়ে বসে থাকছেন। তাদের টাকা উড়ে বেড়াচ্ছে আকাশে-বাতাসে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রস্তুত হয়ে যান লুটপাটের বিরুদ্ধে, দুনীতির বিরুদ্ধে। ’

জেলা আওয়ামী লীগের এই ত্রি-বার্ষিক সম্মেলন সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড মাঠে শুরু হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সম্মেলনের উদ্বোধন করেন। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা আমিরুল আলম মিলন, পারভিন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না, স্থানীয় সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, তাহজিব আলম সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।

সম্মেলনের দ্বিতীয় পর্বে ওবায়দুল কাদের আগামী তিন বছরের সংসদ সদস্য আবদুল হাইকে সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নতুন কমিটি ঘোষণা করেন।

ওবায়দুল কাদের তাঁর বক্তৃতায় আরো বলেন, শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপির সহ্য হচ্ছে না, অন্তর জ্বালায় জ্বলছে। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট চুরি করেছেন, ভুয়া ভোটার তালিকা করেছিলেন, মনে আছে? এ সবের জবাব দিতে হবে। ’ ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়া নেতা হবেন—এ স্বপ্ন দেখছে বিএনপি। তাদের সেই স্বপ্ন কখনো পূরণ হবে না। তাদের নেতা মুচলেকা দিয়ে বলেছেন, আর রাজনীতি করব না। এ কথা বলে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার মামলায় তাঁর সাত বছরের জেল হয়েছে। ’

বিভিন্ন উপজেলা ও আশপাশের এলাকা থেকে সকাল থেকেই সম্মেনস্থলে নেতাকর্মীরা আসতে শুরু করেন। তাঁরা আসেন মিছিল নিয়ে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান মাইকযোগে সবাইকে স্বগত জানিয়ে আসন গ্রহণ করতে বলেন। তবে সম্মেলন শুরুর আগে সকাল ১০টার দিকে প্যান্ডেলের মধ্যে বসা নিয়ে কর্মীদের মধ্যে সামান্য চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিশাল মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত