logo
Tuesday , 8 November 2022
  1. সকল নিউজ

তিন বছরে আমেরিকায় বিনাবিচারে হত্যার শিকার ৩০৭৬: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
admin
November 8, 2022 8:32 am

২০১৯ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বিনাবিচারে ৩ হাজার ৭৬ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের রিকাবীবাজারের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে আমেরিকায় (যুক্তরাষ্ট্র) তাদের পুলিশ কর্তৃক ৩ হাজার ৭৬ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সে দেশে নিখোঁজ হয়েছেন ১৫ লক্ষাধিক। আর একই সময়ে বাংলাদেশে একইভাবে নিহত হয়েছেন মাত্র তিনজন। নিখোঁজ হয়েছে হাতেগোনা কয়েকজন। তারপরও সবাই এখানকার মানবাধিকার পরিস্থিতি নিয়ে উচ্চবাচ্য করে। যারা মানবাধিকার নিয়ে বারবার চিৎকার চেঁচামেচি করে তাদের লজ্জা হওয়া উচিত।

বিএনপি ও চার দলীয় জোট সরকারের সময় আর বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলের বাণিজ্য নিয়ে ড. মোমেন বলেন, বিএনপি আমলে মাত্র ছয় বিলিয়ন ডলারের রপ্তানি ছিল, আর বর্তমান সরকারের আমলে এই রপ্তানি উন্নীত হয়েছে ৬০ বিলিয়ন ডলারে, যা তাদের তুলনায় ছয় গুণ বেশি।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি সরকারের তুলনায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ১০ গুণ বেশি রয়েছে। রিজার্ভ নিয়ে বিএনপি অযথাই অপপ্রচার চালাচ্ছে। গত ১৪ বছরে বাংলাদেশে দারিদ্র্যসীমা অর্ধেকে নেমে এসেছে, এটি বিশ্বের মধ্যে রেকর্ড।

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের দিনব্যাপী প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ।

জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ প্রমুখ।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশির জোয়ার বইছে

বাংলাদেশকে ৪০ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে বিশ্বব্যাংক

‘পাহাড়ি ও বাঙালির মধ্যে সংঘাত সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান’

ইউক্রেনে রাশিয়ার হামলা সাম্রাজ্যবাদের যুগে প্রত্যাবর্তন, জাতিসংঘে ম্যাক্রোঁ

সারাদেশকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলমন্ত্রী

তারাবি নামাজ পড়ে ফেরার পথে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

মতিঝিলের বিভিন্ন হোটেলে খেয়ে বিল না দিয়েই পালালো বিএনপির কর্মীরা

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র, বিএনপির অশান্তি সৃষ্টি দমন জনগণকে সাথে নিয়ে: তথ্যমন্ত্রী

বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই বিএনপির : শাজাহান খান

উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের বঙ্গবন্ধু টানেল