logo
Monday , 31 October 2022
  1. সকল নিউজ

গুজরাটে ঝুলন্ত সেতু ধসে নিহত বেড়ে ৯১

প্রতিবেদক
admin
October 31, 2022 8:16 am

ভারতের গুজরাটের শত বছর আগে তৈরি ঝুলন্ত সেতু ধসে এখন পর্যন্ত ৯১ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ ১০০ জনকে উদ্ধারে চলছে অভিযান।

রোববার সন্ধ্যার দিকে সেতু ভেঙে শতাধিক মানুষ নদীতে পড়ে যায়। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মোরবি জেলার মাচ্চু নদীতে চারদিন আগে উদ্বোধন করা ঝুলন্ত সেতু ভেঙে পড়েছে। এতে সেতুতে থাকা অনেকেই নদীতে পড়ে আহত হয়েছেন। ভেঙে পড়ার সময় সেতুটির ওপর প্রায় ৫০০ মানুষ ছিলেন।

গুজরাট সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেতু ধসের এই ঘটনায় জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। সেতু ভেঙে পড়ার পর উদ্ধার অভিযানে স্থানীয়রাও অংশ নিয়েছেন বলে এনডিটিভির খবরে জানানো হয়েছে।

নিহতদের পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাট সরকার।

সর্বশেষ - সকল নিউজ