logo
শনিবার , ২৯ অক্টোবর ২০২২ | ১৩ই অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ
 1. অন্যান্য
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ক্যারিয়ার ভাবনা
 5. খেলা
 6. জাতীয়
 7. টেক নিউজ
 8. দেশের খবর
 9. প্রবাস
 10. ফিচার
 11. বিনোদন
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. সম্পাদকীয়
 15. সাফল্য

প্রধানমন্ত্রীর মাছ ধরার ছবি নেটিজেনদের মন জয় করেছে

প্রতিবেদক
admin
অক্টোবর ২৯, ২০২২ ১:১৪ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানার কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, ছবিগুলো ছুটির দিনে বঙ্গবন্ধুর দুই কন্যার মাছ ধরার আনন্দের মুহূর্ত। ছবিগুলো সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করছে।

শুক্রবার (২৮ অক্টোবর) তিনটি ছবি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের ব্যস্ততার মধ্যেও মাসের যেকোনও ছুটির দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের।’

এতে আরও বলা হয়, ‘ছুটির দিনে বিশেষ করে ছোট বোন শেখ রেহানা তার পাশে থাকলে তো কথাই নেই, তাদের আনন্দের সীমা নেই। দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়-সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

মাছ ধরার বড়শি এবং মাছের সাথে দুই বোনের হাস্যোজ্জ্বল ছবিগুলো ইতিমধ্যে রাত সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৩৭ হাজারেরও বেশি রিঅ্যাকশন, ১ হাজার ৪০০ মন্তব্য এবং ১ হাজার ৭০০-রও বেশিবার শেয়ার হয়েছে। খবর বাসস।

সর্বশেষ - দেশের খবর