logo
Wednesday , 26 October 2022
  1. সকল নিউজ

চলাচলের জন্য প্রস্তুত হচ্ছে স্বপ্নের মেট্রোরেল

প্রতিবেদক
admin
October 26, 2022 8:23 am

যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে মেট্রোরেল। ডিসেম্বরে চালুর লক্ষ্যে এরই মধ্যে প্রথম তিনটি স্টেশনের কাজ পুরোপুরি শেষ। বাকিগুলোতে চলছে ভেতরের কাজ। কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের বাইরের অবকাঠামোর কাজ শেষ হবে এ মাসেই। প্রতিটিতে থাকবে ৬ বুথের টিকিট কাউন্টার। এদিকে নিয়ম করে চলছে ট্রায়াল রান। প্রতিটি স্টেশনে গতি, সময় মেনে ঝালিয়ে নেয়া হচ্ছে প্রতিটি ট্রেন।

প্রথম তিনটি স্টেশনে ওঠানামার জায়গা, ফুটপাত থেকে শুরু করে ভেতরের সাজসজ্জা সবকিছুর কাজ শেষ। বসেছে টিকিট কাউন্টার, পাশেই থাকছে বুথ। প্রতিটি স্টেশনে তিনটি করে ছয়টি বুথ থেকে নেয়া যাবে টিকিট। র‌্যাপিড পাসের পাশাপাশি যাত্রীরা নিজেরাই রিচার্জ করতে পারবেন এখান থেকেই।

লক্ষ্যটা যেহেতু ডিসেম্বর তাই শেষের তিন স্টেশনের পিছিয়ে পড়া কাজ এগিয়ে নিতে চলছে বাড়তি তোড়জোড়। স্টেশন প্লাজার কাজের পাশপাশি চলছে ওঠানামার সিঁড়ির কাজ। অক্টোবরের মধ্যেই এ পাশের ফুটপাতসহ অবকাঠামোর সব কাজ শেষ করতে চায় ডিএমটিসিএল।

এমআরটি লাইন-৬ এর ডিপিএম মাহফুজুর রহমান বলেন, আমাদের কাজ অনেকটাই শেষ। কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে ভেতরের কাজের পাশাপাশি বাইরের ফুটপাতের কাজও চলছে। আশা করছি, নভেম্বরের মধ্যে কাজ শেষ করতে পারব।

উত্তরা থেকে আগারগাঁও, আপাতত প্রথম ৯টি স্টেশন দিয়েই চলবে দেশের প্রথম মেট্রোরেল।

সর্বশেষ - সকল নিউজ