logo
Tuesday , 18 October 2022
  1. সকল নিউজ

জেলা পরিষদে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

প্রতিবেদক
admin
October 18, 2022 8:25 am

সদ্য সমাপ্ত ৫৭ জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে জয়ীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশের জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

রাতে মাঠপর্যায় থেকে ফলাফল একীভূত করে চেয়ারম্যানদের তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

তিন পার্বত্য জেলা বাদে ৬১টি জেলা পরিষদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। তবে চাঁপাইনবাবগঞ্জ ও নোয়াখালী জেলা পরিষদ নির্বাচন আদালত কর্তৃক স্থগিত করা হয়েছে। ভোলা ও ফেনী জেলার সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত সারা দেশে ৫৭ জেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ৯টি জেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

একটি জেলায় নির্বাচিত হয়েছেন বিরোধী দল জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী। এছাড়া ২৩ জেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছে।

ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাতক্ষীরায় মো. নজরুল ইসলাম, খুলনায় শেখ হারুনুর রশীদ, নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধা অসিত কুমার সরকার, রাজবাড়ীতে এ কে এম শফিকুল মোর্শেদ, মানিকগঞ্জে গোলাম মহিউদ্দিন, যশোরে সাইফুজ্জামান পিকুল, হবিগঞ্জে ডা. মুশফিক হুসেন চৌধুরী, চুয়াডাঙ্গায় মাহফুজুর রহমান মনজু, গাজীপুরে মোতাহার হোসেন মোল্লা, গাইবান্ধায় আবু বকর সিদ্দিক, মাগুরায় পঙ্কজ কুমার কুণ্ডু, নাটোরে সাজেদুর রহমান খান, নীলফামারীতে অ্যাডভোকেট মমতাজুল হক, জয়পুরহাটে অধ্যক্ষ খাজা সামছুল আলম, নড়াইলে অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, মেহেরপুরে অ্যাডভোকেট আব্দুস সালাম, ব্রাহ্মণবাড়িয়ায় আল মামুন সরকার, ময়মনসিংহে অধ্যাপক ইউসুফ খান পাঠান, রাজশাহীতে বীরমুক্তিযোদ্ধা মীর ইকবাল, কিশোরগঞ্জে অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, চট্টগ্রামে এটিএম পেয়ারুল ইসলাম, কুষ্টিয়ায় সদর উদ্দিন খান এবং বগুড়ায় ডা.মকবুল হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীদের মধ্যে ফরিদপুরে মো. শাহাদাৎ হোসেন, নরসিংদীতে মো. মনির হোসেন ভূইয়া, শেরপুরে মো. হুমায়ুন কবীর, কক্সবাজারে শাহীনুল হক মার্শাল, পঞ্চগড়ে আব্দুল হান্নান শেখ, ঝিনাইদহে হরুন অর রশিদ, রংপুরে মোসাদ্দেক হোসেন, পটুয়াখালী হাফিজুর রহমান, সুনামগঞ্জে নুরুল হুদা মুকুট জয়ী হয়েছে। এদিকে চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কাউকে সমর্থন দেয়নি। এই জেলা পরিষদে দুইজন প্রার্থী ছিলেন আওয়ামী ঘরানার। তাদের মধ্যে ওচমান গণি পাটওয়ারী বিজয়ী হয়েছেন।

দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন।

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ২৩ আগস্ট। পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনের লক্ষ্যে এ তফসিল ঘোষণা করা হয়।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনার হাত ধরেই পারমাণু বিদ্যুৎ যুগে দেশ

পোশাক শ্রমিকদের আন্দোলনে বিএনপির ইন্ধন আছে: ওবায়দুল কাদের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সঙ্গে মোমেনের ফলপ্রসূ বৈঠক

ভীতি ছড়িয়ে নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

ভিত্তি স্থাপনের চার বছরেও শুরু হয়নি চার লেন সড়কের কাজ

বাংলাদেশ বাকি বিশ্বের জন্য মডেল হিসেবে কাজ করছে : যুক্তরাষ্ট্র

এলডিসি সম্মেলনে যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিএনপির বিদেশে প্রভু রয়েছে, বন্ধু নেই: ওবায়দুল কাদের

দলের সিনিয়র নেতাদের অবহেলাতেই রাজনীতি শূন্য বিএনপি

অববাহিকা ভিত্তিক আন্তঃসীমান্ত নদীর পানি ব্যবস্থাপনার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ