logo
শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২২শে অগ্রহায়ণ, ১৪২৯ বঙ্গাব্দ
 1. অন্যান্য
 2. অর্থনীতি
 3. আন্তর্জাতিক
 4. ক্যারিয়ার ভাবনা
 5. খেলা
 6. জাতীয়
 7. টেক নিউজ
 8. দেশের খবর
 9. প্রবাস
 10. ফিচার
 11. বিনোদন
 12. রাজনীতি
 13. লাইফস্টাইল
 14. সম্পাদকীয়
 15. সাফল্য

পুতিনের পারমাণবিক হুমকি বিশ্বের জন্য সবচেয়ে বড় ঝুঁকি: বাইডেন

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২২ ১২:৫৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, কিউবার মিসাইল সংকটের পর এ ধরনের সবচেয়ে বড় হুমকি নিয়ে আসার ঝুঁকি তৈরি করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি। পুতিন ওই পথে যাবেন কি না, ওয়াশিংটন তা বোঝার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

হোয়াইট হাউস বারবার জোর দিয়ে আসছে, পুতিন ‘পারমাণবিক শক্তি ব্যবহারের হুমকি’ দেওয়া সত্ত্বেও রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত তারা দেখেনি।

কিন্তু বৃহস্পতিবার (৬ অক্টোবর) বাইডেন পরিষ্কার করেছেন, রাশিয়ার দখলদারদের বিরুদ্ধে ইউক্রেইনের সামরিক বাহিনী সাফল্য পেতে থাকায় পুতিন কি প্রতিক্রিয়া দেখাতে পারেন তা বোঝার চেষ্টা করছেন ও তার ওপর সতর্ক দৃষ্টি রাখছেন তিনি।

নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির দাতাদের এক সমাবেশে বাইডেন বলেন, ‘কিউবার মিসাইল সংকটের পর এই প্রথম আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি পেয়েছি।’

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইলের উপস্থিতি নিয়ে প্রেসিডেন্ট জন এফ কেনেডির নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র ও নিকিতা ক্রুশ্চেভের নেতৃত্বাধীন সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক অস্ত্র ব্যবহারের কাছাকাছি চলে গিয়েছিল। এই পরিস্থিতিকেই কিউবার মিসাইল সংকট হিসেবে পরিচিতি দেওয়া হয়।

বাইডেন জানান, পুতিনের সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে কম দক্ষতা দেখাচ্ছে, তাই তিনি যখন কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জীবাণু বা রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা বলেন তখন তিনি কৌতুক করে বলেন না।

বাইডেন জানান, তিনি ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ পরিস্থিতি থেকে বের হতে একটি কূটনৈতিক পথের সন্ধান করছেন।

সর্বশেষ - দেশের খবর