logo
Thursday , 29 September 2022
  1. সকল নিউজ

গ্যাসের অপচয় বন্ধে আমরা বদ্ধপরিকর: নসরুল হামিদ

প্রতিবেদক
admin
September 29, 2022 10:20 am

রাষ্ট্রীয় সম্পদ গ্যাসের অপচয় বন্ধে আমরা বদ্ধপরিকর। এ ব্যাপারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকার কামরাঙ্গীর চর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুরের চন্দ্রা এবং জামালপুরে বিশেষ অভিযান চালায় তিতাস কর্তৃপক্ষ। জরিমানা আদায়ের পাশাপাশি উচ্ছেদ করা হয়েছে শতাধিক অবৈধ এবং অনুমোদনের অতিরিক্ত গ্যাস সংযোগ।

এ অভিযানের বিষয়ে প্রতিমন্ত্রী তার ফেসবুক পেজে এ মন্তব্য করেন।

এর আগের এক পোস্টে তিনি জানিয়েছিলেন, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে তিতাস ১৬৪টি অভিযান পরিচালনা করে। অভিযানে ২ লাখ ২৩ হাজার ৩২৯টি অবৈধ ও বকেয়াজনিত সংযোগ বিচ্ছিন্ন করে। এছাড়া অভিযানে ২২০.৬৩ কিলোমিটার অবৈধ লাইন উচ্ছেদ করা হয়।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত