logo
Thursday , 8 September 2022
  1. সকল নিউজ

পুতিনের হুমকির পরও গ্যাসের দাম সীমিত করার প্রস্তাব ইইউয়ের

প্রতিবেদক
admin
September 8, 2022 8:25 am

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ গ্যাসের দাম সীমাবদ্ধ করার উদ্যোগকে ‘বোকামি’ বলে সমালোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী সংস্থা আনুষ্ঠানিকভাবে এর প্রস্তাব করেছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউরোপ তথা বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে। এ কারণে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য দেশ কিছু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লেইন বুধবার বলেছেন, ‘আমাদের অবশ্যই রাশিয়ার আয় কমাতে হবে যা পুতিন এই নৃশংস যুদ্ধের অর্থায়নের জন্য ব্যবহার করছেন।

পুতিন ইতিমধ্যেই বলেছেন, মস্কো গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়ে দাম সীমিত করার উদ্যোগের জবাব দেবে।

পুতিন বলেছেন, ‘আমরা গ্যাস, তেল, কয়লা, শীতে ঘর গরম করার তেল কিছুই সরবরাহ করব না যদি এটি রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যায়। ’ সূত্র: বিবিসি

সর্বশেষ - সকল নিউজ