logo
Wednesday , 3 August 2022
  1. সকল নিউজ

নিম্ন আয়ের পরিবারে টিসিবির পণ্য বিক্রি চলবে: বাণিজ্যমন্ত্রী

প্রতিবেদক
admin
August 3, 2022 9:40 am

সরকার দেশের ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘শোকাবহ আগস্টে চিনি, মশুর ডাল, সয়াবিন তেল এবং পিঁয়াজ নির্ধারিত মূল্যে বিক্রি শুরু করা হলো। এ সব পণ্য ১ কোটি কার্ড হোল্ডারের কাছে বিক্রয় করা হচ্ছে।’

মঙ্গলবার (২ আগস্ট) ঢাকায় মোহাম্মদপুরের বাবর রোডে শোকাবহ আগস্টে দেশব্যাপী ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করে সাংবাদিকদের এ সব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেলারেল আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী আহাদ খানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পণ্য বিক্রয়ে শৃঙ্খলা বজায় রাখতে এখন আর ট্রাক সেলে এ সব পণ্য বিক্রয় করা হচ্ছে না। নিয়োগকৃত ডিলারদের নির্ধারিত দোকান বা স্থাপনা থেকে দেশব্যাপী এ পণ্য বিক্রয় করা হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘দেশের নিম্ন আয়ের মানুষের কাছে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় করে সহযোগিতা করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয়ের ফলে প্রকৃত নিম্ন আয়ের মানুষ এ সব পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। এতে সুবিধাভোগীরা খুশি। টিসিবি’র পণ্য বিক্রয়ে কোনও ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মোতাবেক দেশের ১ কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে চিনি প্রতি কেজি ৫৫ টাকা, মশুর ডাল প্রতি কেজি ৬৫ টাকা, সয়াবিন তেল প্রতি লিটার ১১০ টাকা এবং পেঁয়াজ প্রতি কেজি ২০ টাকা দরে (ভর্তুকি মূল্যে) টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে।

প্রতি কার্ডধারী এক কেজি চিনি, দুই কেজি মশুর ডাল, দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি পেঁয়াজ কিনতে পারছেন। নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে দেশব্যাপী নির্ধারিত দোকান বা স্থাপনা হতে এ সব পণ্য বিক্রয় করা হচ্ছে। সিটি করপোরেশন এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্ধারিত তারিখ এবং সময়ে এ সব পণ্য বিক্রয় অব্যাহত থাকবে। তবে, পেঁয়াজ শুধু মহানগরী এবং জেলায় টিসিবি’র আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাসমূহে বিক্রয় করা হবে।

সর্বশেষ - সকল নিউজ

আপনার জন্য নির্বাচিত

ডিজিটাল নিরাপত্তা আইন ভিন্নমতকে অপরাধ বলায় জাতিসংঘের আপত্তি

আল্লাহর ঘরের মেহমানদের হয়রানি করলে কঠোর শাস্তি: প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে মোদির সফর ঘিরে টুঙ্গিপাড়া ও ওড়াকান্দিতে গৃহায়ণ ও গণপূর্ত সচিবের পরিদর্শন

তত্ত্বাবধায়কের দাবি নিয়ে আলোচনার সুযোগ নেই: আ.লীগ

মির্জা ফখরুলকে নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল

‘বিশ্বে বাংলাদেশকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন শেখ হাসিনা’

চারদিকে ষড়যন্ত্র চলছে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে: মায়া

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে থাকছে বিআরটিসির ৫০০ বাস

অর্থলোভে শিক্ষকের প্রশ্নফাঁস নকলও হচ্ছে অবাধে

যে হাত বোমা মারবে সে হাত ভেঙে দেওয়া হবে : বিএনপিকে নানক