logo
Friday , 15 July 2022
  1. সকল নিউজ

বাংলাদেশের উন্নয়নে ভারত খুব খুশি, পাকিস্তানের ওদের কাছে শেখা উচিত: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রতিবেদক
admin
July 15, 2022 11:51 pm

কলকাতায় ঝটিকা সফরে এসে বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার ‘আইএনএস দুনাগিরি’ নামে ‘ফ্রিগেট’ গোত্রের অত্যাধুনিক রণতরী উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে দেওয়া এক ভাষণে ভারতের সর্বক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশেরও প্রশংসা করেন তিনি।

দ্য ওয়াল এর এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করে বলা হয়ঃ নিজ ভাষণে রাজনাথ বলেন, অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা অনেক দেশের জন্য দৃষ্টান্ত। প্রতিবেশী হিসেবে ভারত খুব খুশি। আমরা বাংলাদেশের পাশে আছি।’

এর পাশাপাশি পাকিস্তানের নাম না নিয়েও দেশটিকে কটাক্ষ করে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের আরও একটি প্রতিবেশী দেশ রয়েছে। যারা ধর্মান্ধতা ও কট্টরবাদে জর্জরিত। ওই দেশটি বেকারত্ব ও সন্ত্রাসবাদের সমস্যায় ডুবে রয়েছে। মাঝেমধ্যে ভারতকেও সমস্যায় ফেলছে। কীভাবে নিজের দেশের উন্নতি করতে হয়, বাংলাদেশের থেকে শিক্ষা নেওয়া উচিত ওদের।’

সর্বশেষ - সকল নিউজ