logo
Wednesday , 13 July 2022
  1. সকল নিউজ

২০ বছরে প্রথমবার সমান হলো ডলার-ইউরোর মান

প্রতিবেদক
admin
July 13, 2022 9:41 am

গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরো এবং মার্কিন ডলারের বিনিময় মূল্য সমতায় পৌঁছেছে। অর্থাৎ উভয় মুদ্রার মান একই হয়েছে। বর্তমানে ১ ইউরোর মান ১ মার্কিন ডলার হয়েছে।

খবরে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে ইউরোপের অর্থনীতিতে মারাত্মক মন্দার এই কারণ।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের শুরুর দিকের তুলনায় প্রায় ১২ শতাংশ মান কমে যাওয়ায় মঙ্গলবার ডলারের সমতায় ফিরেছে ইউরো।

এদিকে, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মাঝে মুদ্রা হিসেবে মার্কিন ডলারের মান গত কয়েক সপ্তাহে বৃদ্ধি পেয়েছে। এমনকি একাধিক মুদ্রার বিপরীতে মার্কিন এই মুদ্রার মান দুই দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।

ইউরোর মান পড়ে যাওয়ায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ২০১১ সালের পর চলতি মাসে প্রথমবারের মতো সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়েছে। ইউরোজোনের মুদ্রাস্ফীতির হার বর্তমানে ৮ দশমিক ৬ শতাংশে পৌঁছেছে।

এর আগে, গত সপ্তাহে ইউরোর বিনিময় মূল্য গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ইউরোপে গ্যাসের মূল্য বৃদ্ধিতে এ অঞ্চলে মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে এবং আমেরিকান ট্রেজারি বিল থেকে পাওয়া লভ্যাংশে রিবাউন্ডের কারণে ডলারের দাম আরো এক দফা কমেছে।

অনেক মুদ্রা চাপের মুখে পড়েছে। ১ দশমিক ২ শতাংশ কমে ইউরোর দাম ২০০২ সালের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। জাপানের ইয়েন গত প্রায় ২৪ বছরে সর্বনিম্ন পর্যায়ে। ইতোমধ্যে নরওয়েতে গ্যাস শ্রমিকরা ধর্মঘট করায় ক্রাউনের মূল্য ১ দশমিক ২ শতাংশ কমেছে।

অর্থনীতিবিদরা জানান, ইউরোপে আরো একটি অর্থনৈতিক মন্দা দেখা দেয়ার প্রবল ঝুঁকি রয়েছে। বিশেষত প্রাকৃতিক গ্যাসের দাম ১৭ শতাংশ বেড়ে যাওয়াতে ইউরোপ ও ব্রিটেনে মূল্যস্ফীতি আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) কী প্রতিক্রিয়া দেখাবে, সেটা নিয়ে সবার মনে উদ্বেগ দেখা দিয়েছে। জার্মান বুন্দেসব্যাংকের প্রধান জোয়াকিম ন্যাজেল অতিমাত্রায় দেনাগ্রস্ত দেশগুলোতে ঋণে সুদের হার বাড়ানো ঠেকাতে ইসিবি-র পরিকল্পনার তীব্র সমালোচনা করেন।

ফ্রন্টলাইন ট্রেডাররা রয়টার্সকে জানান, আজ প্রাথমিক ট্রেডিংয়ে ডলারের বড় আকারের অর্ডার এসেছে। ৪ জুলাই ছুটির কারণে আমেরিকান বাজারগুলো বন্ধ থাকায় সম্ভবত এ রকম প্রবণতা দেখা গেছে।

সর্বশেষ - সকল নিউজ