logo
Thursday , 9 June 2022
  1. সকল নিউজ

ইসরায়েলের যে দুই শহর মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান

প্রতিবেদক
admin
June 9, 2022 9:32 am

ইসরায়েলের গুরুত্বপূর্ণ দুটি শহরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দিল ইরান। ওই দুই শহর হল- রাজধানী তেল আবিব ও হাইফা।

ইরানের স্থল বাহিনীর কমান্ডার কিয়োমার্স হেইদারি এই হুমকি দিয়েছেন।
কিয়োমার্স হেইদারি বলেছেন, “শত্রুরা (ইসরায়েল) কোনও ভুল করলে আমরা তেল আবিব এবং হাইফাকে সর্বোচ্চ নেতার নির্দেশে মাটির সঙ্গে মিশিয়ে দেব। আমরা এতসব সামরিক সরঞ্জাম মজুত করেছি কেবল শত্রুদের বোকামিপূর্ণ আচরণ ও পদক্ষেপ মোকাবিলা করার জন্য।”

এ প্রসঙ্গে তিনি সশস্ত্র বাহিনীর ড্রোন সিটির কথাও উল্লেখ করেন।

ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের এ কমান্ডার আরও বলেছেন, “ইসরায়েলিরা মুসলমানদের যেসব ভূখণ্ড দখল করে রেখেছে আগামী ২৫ বছরের মধ্যে সেগুলো মুসলমানদের হাতে ফিরে আসবে। আমাদের সেনাবাহিনীর হালকা অস্ত্রগুলোর আধুনিকায়নের কাজ চলছে। বর্তমানে ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা শত্রুদের চোখের কাঁটায় পরিণত হয়েছে।”

উল্লেখ্য, গত মে মাস থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুমকি চলছে।

মে মাসের শেষ দিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেন, প্রক্সির মাধ্যমে ইসরায়েলের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে ইরান।

এসব কর্মকাণ্ডের জন্য ইরানকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন এই ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী।

এর আগের সপ্তাহে রেভ্যুলেশনারি গার্ডের কর্নেল হাসান সাঈদ খোদাই গুলিতে নিহত হন। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছে ইরান। সূত্র: প্রেসটিভি, টাইমস অব ইসরায়েল, মেহের নিউজ, তেহরান টাইমস,

সর্বশেষ - সকল নিউজ