logo
Tuesday , 19 April 2022
  1. সকল নিউজ

পদ্মা সেতুতে সব ল্যাম্পপোস্ট বসানোর কাজ সমাপ্ত

প্রতিবেদক
admin
April 19, 2022 12:21 pm

শেষ হলো পদ্মা সেতুতে ল্যাম্পপোস্ট বসানোর কাজ। সোমবার সেতুর ৬ নম্বর মডিউলে সব শেষটি স্থাপন করা হয়। ১১ দশমিক ২ শূন্য মিটার দীর্ঘপথে ৪১৫টি ল্যাম্পপোস্টের এলইডি লাইট রাতের সেতুতে আলোর দ্যুতি ছড়াবে। এদিকে সেতুতে পরীক্ষামূলক অ্যালুমিনিয়ামের রেলিং বসানো শুরু হয়েছে।
পদ্মা সেতুতে সব ল্যাম্পপোস্ট বসানোর কাজ সমাপ্ত

পদ্মা সেতুর ৬ নম্বর মডিউলে সবশেষটি স্থাপনের মধ্য দিয়ে সোমবার( ১৮ এপ্রিল) পদ্মা সেতুর ল্যাম্পপোস্ট স্থাপন সম্পন্ন হয়েছে। আগে তৈরি করে রাখা লাইটিং ব্লিস্টার সেগমেন্টে ক্রেনে পোস্টটি বসানোর পর স্ক্রু দিয়ে আটকে দেওয়ার পরই প্রকৌশলীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন। গত ২৫ নভেম্বর পরীক্ষামূলক ও ৯ মার্চ পুরোদমে ল্যাম্পপোস্ট বসানো শুরু হয়েছিল।

পদ্মা সেতুজুড়ে ল্যাম্পপোস্টের পাশাপাশি সড়ক পথের দুই লেনজুড়েই পিচঢালা পথ। সেতুর দুই পাশের প্যারাপেট ওয়ালের উপরেই বসেছে ল্যাম্পপোটগুলো। সেতু এখন মূল নকশার দারপ্রান্তে। ১১ দশমিক দুই শূন্য মিটার দীর্ঘ ল্যাম্প পোস্ট থেকেই রাতের সেতুতে আলোর দ্যুতি ছড়াবে। সাড়ে ৩৭ মিটার দূরত্বে প্রতিটি ল্যাম্পপোস্ট বসানো হয়।

১৭৫ ওয়াটের এলইডি লাইডগুলোর ওয়ারেন্টি রয়েছে ১০ বছরের। ২৭৫ কেজি ওজনের চীনা ল্যাম্পপোস্টগুলোর ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে চলা বাতাস সহ্য করার ক্ষমতা রয়েছে।

এদিকে সেতুতে পরীক্ষামূলক অ্যালুমিনিয়ামের রেলিং বসানো শুরু হয়েছে। আর মূল সেতুর কার্পেটিং কাজও শেষপর্যায়ে। প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আন্তরিকভাবে চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই ব্রিজ দেশের মানুষের চলাচলের জন্যে খুলে দেওয়া যায়।

৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ মূল সেতু অংশে ল্যাম্পপোস্ট বসছে ৩২৮টি।

সর্বশেষ - সকল নিউজ