logo
Sunday , 17 April 2022
  1. সকল নিউজ

পশ্চিমাদের ‘অস্ত্র বোঝাই বিমান’ ভূপাতিত করার দাবি রাশিয়ার

প্রতিবেদক
admin
April 17, 2022 9:35 am

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনাসেনকোভ এক বিবৃতিতে দাবি করেছেন, পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই একটি পরিবহণ বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী।

শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি।

বিবৃতিতে বলা হয়, ওডেসায় ইউক্রেনের একটি সামরিক পণ্য পরিবহনকারী বিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি পশ্চিমাদেশগুলোর পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র বহন করছিল।

রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।

রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের অনেকগুলো বিমান ধ্বংস করে দিয়েছে।

এদিকে এর আগে ইগোর কনাসেনকোভ শনিবার একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে রুশ বাহিনীর মারিউপোল দখল করার ঘোষণা দেন।

তার এমন ঘোষণার প্রতিক্রিয়ায় এখনো কিছু জানায়নি ইউক্রেন।

ইগোর বিবৃতিতে জানান, মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। এখানে এখনো ইউক্রেনের কিছু সেনা আছেন। তবে ইগোর দাবি করেছেন তারা তাদের অবরুদ্ধ করে ফেলেছেন।

তিনি ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জীবন বাঁচাতে হলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে হবে।

সর্বশেষ - সকল নিউজ